-->

8th May 2020 Daily Current Affairs in Bengali PDF download

Daily Current Affairs in Bengali: বন্ধুরা, আরও একবার স্বাগত জানায় আপনাদের আমাদের এই ওয়েবসাইটে যেখানে আমরা রোজকার Current Affairs in Bengali আলোচনা করি। প্রতিদিনের মতো আজকেও তাই দেখে নেবো গুরুত্বপূর্ণ Current Affairs গুলি।
8th May 2020 Daily Current Affairs in Bengali PDF download



১।  কে সম্প্রতি Parliament এর Public Accounts Committee এর চেয়ারপারসন পদে পুনরায় নিযুক্ত হলেন?


উত্তর- অধীর রঞ্জন চৌধুরী 


Note: অধীর রঞ্জন চৌধুরী , লোকসভার একজন কংগ্রেস লিডার

লোকসভা:
এটি ভারতীয় পার্লিয়ামেন্টের নিম্ন কক্ষ

স্পিকার-Om Birla 

সেক্রেটারি জেনারেল- Snehalata srivastava 



২। সম্প্রতি কে Reserve Bank Central Board এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?


উত্তর- তরুণ বাজাজ



৩। প্রতি বছর কোন দিনটিকে World Athletics Day হিসেবে পালন করা হয়?


উত্তর- ৭ ই মে 



৪। সম্প্রতি ভারত কোন দেশে ২.৫ মেট্রিক টন হাইড্রোক্সিক্লোরোকুইন প্রেরণ করবে?


উত্তর- Mexico city 


Note:

Indian convey to Mexico city- Manpreet Vohra 

Mexico:

capital- Mexico city 

President- Andres Manuel Lopez Obrador 

Currency- Peso 

Daily Current Affairs in Bengali PDF download


৫। কোন সংস্থা "YASH"  programme লঞ্চ করল?


উত্তর- NCSTC 


YASH- Year of Awareness on Science and Health 


৬। সম্প্রতি কোন দেশ একটি large carrier rocket "Long March 5 B" লঞ্চ করল?


উত্তর- চীন 


Note: এই রকেট লঞ্চার ফলে পরিকল্পনা অনুযায়ী space station তৈরির দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো চীন। রকেট টি দক্ষিণ চীনের Hainan প্রদেশের Wenchang Space Launch Center থেকে প্রেরণ করা হল।


China:

capital- Beijing 

Largest city- Shanghai

President- Xi JinPing


China তে Asian Youth Games, 2021সালে , Winter Olympics  2022 সালে   Asian Games  2022 সালে অনুষ্ঠিত হবে।


৭। সম্প্রতি কোন রাজ্য সরকার "Exit App" লঞ্চ করল?


উত্তর- পশ্চিমবঙ্গ 


Note: এই app টি অন্যান্য রাজ্যের লোকেদের জন্য চালু হয়েছে যারা দেশব্যাপী Lockdown এর কারণে পশ্চিমবঙ্গে আটকে পড়েছেন এবং তাদের নিজেদের জায়গায় ফিরে যেতে ইচ্ছুক।



৮। সম্প্রতি কে ইরানের  নতুন প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন?


উত্তর- Mustafa al-Kadhini 


Note: 

Iran:

Capital- Tehran 

Official Language- Persian 

President- Hassan Rouhani 

Currency- Rial 


৯। জলবায়ু নিরীক্ষণের জন্য কোন দেশ প্রথম "Artika-M" উপগ্রহ লঞ্চ করল?


উত্তর- রাশিয়া 


Note: রাশিয়া সরকার সম্প্রতি উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি Kim-Jong-Un কে World War II পদকে সম্মানিত করলেন।


রাশিয়া:

রাজধানী- মস্কো 

প্রেসিডেন্ট-Vladimir Plutin 


১০। কোন দিনটিকে বৌদ্ধরা সবচেয়ে পবিত্র দিন হিসেবে পালন করে থাকে?


উত্তর- Vesak Day বা Boudha Purnima 


Note: প্রতি বছর ৭ ই মে দিনটিকে Vesak Day হিসেবে পালন করা হয়, এই দিনটি বৌদ্ধদের সবচেয়ে পবিত্র দিন।  কারণ এই দিনটিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহন, বোধি প্রাপ্তি এবং মৃত্যু বা Parinirvan লাভ করেছিলেন।

গৌতম বুদ্ধের গৃহ ত্যাগেরঘটনা Mahabhiniskramana , তাঁর সন্ন্যাস দানের ঘটনা Dharmachakrapravartana এবং তাঁর মৃত্যুর ঘটনা Mahaparinirvana নামে পরিচিত।




বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যয় বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ক্লাসের pdf download করে নিতে পারেন নিচের Download Button এ ক্লিক করে।

8th May 2020 Daily Current Affairs in Bengali PDF download

Thank You


Post a Comment

0 Comments