-->

Daily Current Affairs in Bengali-25th April 2020

Daily Current Affairs in Bengali-25th April 2020: প্রতিদিন সকালে আমাদের আলোচনার বিষয়ে থাকে "Daily Current Affairs in Bengali", যেখানে নিত্যদিনের রোজকার জাতীয়,আন্তর্জাতিক,বিজ্ঞান,শিল্প, ব্যক্তিত্ব প্রভিতি নানান বিষয় যেগুলি সম্প্রতি ঘটেছে সেগুলি আলোচিত হয়।

আমাদের আজকের আলোচনার বিষয় "Daily Current Affairs in Bengali-25th April 2020"

তো, চলুন জেনে নেওয়া যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি-
Daily Current Affairs in Bengali-25th April 2020

Daily Current Affairs in Bengali-25th April 2020

১। "World Malaria Day" কবে পালিত হয়?

উত্তর- ২৫ শে এপ্রিল 

Note: ম্যালেরিয়ার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এবং এই রোগের উপর কন্ট্রোল আন্তে প্রতি বছর এই দিনটিতে "World Malaria Day" পালন করা হয়।

এ বছর "World Malaria Day" এর থিম ছিল- Zero Malaria starts with me.

বিস্তারিত জানুন World Malaria Day 2020

২। কোন রাজ্য সরকার সম্প্রতি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে "Apthamitra" মোবাইল এপ্লিকেশন লঞ্চ করল?

উত্তর- কর্ণাটক 

Note: এপ্লিকেশন টি লঞ্চ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী B S Yediyurappa , যদি কেউ নিজেদের শরীরে করোনা ভাইরাস লক্ষণ বুঝতে পারে তাহলে এই এপ্লিকেশন ও হেল্প লাইন নম্বর এর মাদ্ধমে ডাক্তারের পরামর্শ নিতে পারবে।প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত এই নম্বর এ ফোন করে সুবিধা পাওয়া যাবে।

৩। সম্প্রতি Huawei telecommunication India এর CEO পদে নিযুক্ত হলেন-

উত্তর- David Li 

Note: Huawei একটি Chinese multinational কোম্পানি যেটি মোবাইল ফোন, ইলেকট্রনিক্স এবং টেলিকম ইকুইপমেন্ট প্রদান করে।

এর হেডকোয়ার্টার Shenzhen, Guangdong এ অবস্থিত।

Daily Current Affairs in Bengali-25th April 2020


৪। সম্প্রতি কে #MyBookMyFriend  অভিযানের শুভারম্ভ করল?

উত্তর- মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক 

Note: Minister of Human Resources and Development Ramesh Pokhriyal 'Nishank' এই অভিযান লঞ্চ করলেন "World Book Day" এর occasion এ।

৫। সম্প্রতি কোন রাজ্য সরকার ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের আর্থিক সাহায্য দিতে "স্নেহের পরশ" মোবাইল এপ্লিকেশন লঞ্চ করল?

উত্তর- পশ্চিমবঙ্গ 

Note: এই প্রকল্পের মাদ্ধমে ভিনরাজ্য আটকে পড়া শ্রমিকদের এক কালীন ১০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।


৬। সম্প্রতি প্রকাশিত "How the Onion got its layer" বইটির লেখক কে?

উত্তর- সুধা মূর্তি 

Note: সম্প্রতি আরো একটি বই প্রকাশিত হল
"Shutting the Top: the story of P V Sindhu" বইটি লিখেছেন V Krishnaswami .

P V Sindhu:

- ২০১৩ সালে অর্জুন পুরস্কার পান 
-২০১৫ সালে পান পদ্মশ্রী সম্মান।
-২০১৬ সালে পান রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড 
-২০২০ সালে পান পদ্মভূষণ সম্মান

৭। সম্প্রতি কোন IIT high-speed RAM তৈরী করল?

উত্তর- IIT Ropar 

Daily Current Affairs in Bengali-25th April 2020


৮। প্রতি বছর কোন দিনটিতে "জাতীয় পঞ্চায়েতি রাজ্ দিবস" পালন করা হয়?

উত্তর- ২৪ শে এপ্রিল 

Note: ২০১০ সাল থেকে প্রতি বছর এই দিনটিতে "জাতীয় পঞ্চায়েতি রাজ্ দিবস" পালন করা হয়।

৯। সম্প্রতি কোন রাজ্য সরকার "Sampark Didi" মোবাইল অপ্প্লিকেশন লঞ্চ করল?

উত্তর- উত্তরাখন্ড 

Note: দেশজুড়ে lockdown এর এই সংকটকালীন অবস্থায় স্টুডেন্টস দের e-learning শিক্ষা দেওয়ার জন্য Uttarakhand Education Minister Arbind Pandey এই এপ্লিকেশন টি লঞ্চ করলেন।

উত্তরাখন্ড :
রাজধানী- দেরাদুন 
মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত 
রাজ্যপাল- বেবি রানী মৌর্য 

১০।  সম্প্রতি কোন সংস্থা করোনা আক্রান্ত রোগীদের জন্য "Wardbot" লঞ্চ করল?

উত্তর- IIT Ropar 

আজকের important current affairs গুলি আলোচিত হল।

Daily Current Affairs in Bengali-25th April 2020

Published by:

Post a Comment

0 Comments