MCQ on Indus Valley Civilization in Bengali: আজকের এই ক্লাসে আমাদের জানার বিষয় হবে "Indus Valley Civilization " , ভারতীয় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বাছাই করা কতকগুলি প্রশ্নই এখানে আলোচিত হবে যেগুলি পরীক্ষা প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ। অবাঞ্চিত কোনো প্রশ্ন এখানে আলোচিত হবে না। প্রতিটি প্রশ্নের সাথে জড়িত তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
তো, চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস "MCQ on Indus Valley Civilization in Bengali"
১। মেহেরগর সভ্যতা বর্তমান কোথায় অবস্থিত?
উত্তর- বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে
Note : মেহেরগর সভ্যতা ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা এবং এটি ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা। ১৯৭৪ সালে জা ফ্রাঁসোয়া জারিজ এই সভ্যতা আবিষ্কার করেন।
২। "সিন্ধু সভ্যতা" বা "Indus Civilization" কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর- জন মার্সেল
৩। সিন্ধু সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা-
উত্তর- ব্রোঞ্জ যুগ বা চালকোলিথিক যুগ
৪। সিন্ধু সভ্যতার রাজধানী শহর কি কি ছিল?
উত্তর- হরপ্পা ও মহেঞ্জোদারো
৫। সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা?
উত্তর- নগর সভ্যতা
৬। কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন?
উত্তর- দয়ারাম সাহানি
তিনি ১৯২১ সালে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন।
৭। হরপ্পা সভ্যতার বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায়?
উত্তর- পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়( পাকিস্তান)
৮। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি?
উত্তর- মৃতের স্তুপ
৯। মহেঞ্জোদারো সভ্যতার বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায়?
উত্তর- পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়
১০। কে,কবে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন?
উত্তর- রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ সালে
১১। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় জায়গার নাম কি?
উত্তর- মহেঞ্জোদারো
১২। সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দরের নাম কি?
উত্তর- লোথাল
১৩। সিন্ধু সভ্যতার কোন শহর সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
উত্তর- হরপ্পা
১৪। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর- রবি
Note : মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল।
১৫। হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি বহির্ভারতীয় নগরকেন্দ্রিক সভ্যতা হল-
উত্তর- মেসোপটেমিয়া সভ্যতা
Note : মেসোপটেমিয়ার মানুষদের কাছে সিন্ধু সভ্যতা "মেলুভা" নাম পরিচিত ছিল।
১৬। সিন্ধু বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল?
উত্তর- লোহা
১৭। ভারতে প্রচলিত প্রথম ধাতু কোনটি?
উত্তর- তামা
১৮। কোন পশুর সঙ্গে সিন্ধু বাসীদের পরিচয় ছিল না?
উত্তর- ঘোড়া
১৯। রেশম তুলো প্রথম কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর- হরপ্পা
Note:হরপ্পা সভ্যতার মানুষের প্রথম রেশম তুলো আবিষ্কার করে এবং রপ্তানি করতে শুরু করে।
২০। সিন্ধুর বণিকদের কি নাম ডাকা হত?
উত্তর- পানি
Note : প্রাচীনকালে বণিকদের গিল্ডের নেতাকে শেট্টি বলা হত এবং ধনবান বণিকরা শ্রেষ্ঠী নাম পরিচিত ছিলেন।
Officially published by: https://gkthought.blogspot.com/
তো, চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস "MCQ on Indus Valley Civilization in Bengali"
১। মেহেরগর সভ্যতা বর্তমান কোথায় অবস্থিত?
উত্তর- বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে
Note : মেহেরগর সভ্যতা ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা এবং এটি ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা। ১৯৭৪ সালে জা ফ্রাঁসোয়া জারিজ এই সভ্যতা আবিষ্কার করেন।
২। "সিন্ধু সভ্যতা" বা "Indus Civilization" কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর- জন মার্সেল
৩। সিন্ধু সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা-
উত্তর- ব্রোঞ্জ যুগ বা চালকোলিথিক যুগ
৪। সিন্ধু সভ্যতার রাজধানী শহর কি কি ছিল?
উত্তর- হরপ্পা ও মহেঞ্জোদারো
৫। সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা?
উত্তর- নগর সভ্যতা
৬। কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন?
উত্তর- দয়ারাম সাহানি
তিনি ১৯২১ সালে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন।
৭। হরপ্পা সভ্যতার বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায়?
উত্তর- পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়( পাকিস্তান)
৮। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি?
উত্তর- মৃতের স্তুপ
৯। মহেঞ্জোদারো সভ্যতার বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায়?
উত্তর- পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়
১০। কে,কবে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন?
উত্তর- রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ সালে
১১। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় জায়গার নাম কি?
উত্তর- মহেঞ্জোদারো
১২। সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দরের নাম কি?
উত্তর- লোথাল
১৩। সিন্ধু সভ্যতার কোন শহর সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
উত্তর- হরপ্পা
১৪। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর- রবি
Note : মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল।
১৫। হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি বহির্ভারতীয় নগরকেন্দ্রিক সভ্যতা হল-
উত্তর- মেসোপটেমিয়া সভ্যতা
Note : মেসোপটেমিয়ার মানুষদের কাছে সিন্ধু সভ্যতা "মেলুভা" নাম পরিচিত ছিল।
১৬। সিন্ধু বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল?
উত্তর- লোহা
১৭। ভারতে প্রচলিত প্রথম ধাতু কোনটি?
উত্তর- তামা
১৮। কোন পশুর সঙ্গে সিন্ধু বাসীদের পরিচয় ছিল না?
উত্তর- ঘোড়া
১৯। রেশম তুলো প্রথম কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর- হরপ্পা
Note:হরপ্পা সভ্যতার মানুষের প্রথম রেশম তুলো আবিষ্কার করে এবং রপ্তানি করতে শুরু করে।
২০। সিন্ধুর বণিকদের কি নাম ডাকা হত?
উত্তর- পানি
Note : প্রাচীনকালে বণিকদের গিল্ডের নেতাকে শেট্টি বলা হত এবং ধনবান বণিকরা শ্রেষ্ঠী নাম পরিচিত ছিলেন।
Officially published by: https://gkthought.blogspot.com/
0 Comments