-->

30 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)

Daily Current Affairs in Bengali (PDF): বন্ধুরা রোজ সকালের মতো আমরা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি "Daily Current Affairs in Bengali" এবং আজকের ক্লাস "30 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)"


"Current Affairs in Bengali" আপনাদের সুবিধার্থে আমরা গুরুত্বপূর্ণ "Daily Current Affairs" বাংলা ভাষায় পরিবেশন করে থাকি। আমাদের এই পরিবহন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যয় আমাদের comment করে জানাবেন।


চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্ব্পূর্ণ "current affairs" গুলি "30 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)"


30 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)


30 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)



১। সম্প্রতি কোন তারিখে "International Dance Day" পালন করা হল?


উত্তর- 29th of April


Note: সারা বিশ্ব জুড়ে লক্ষ্য লক্ষ্য dancer দেড় দ্বারা এই দিনটি খুবই আনন্দের সাথে পালন করা হয় যাতে আরও বেশি মানুষ নাচের শৈল্পিকতার প্রতি আকৃষ্ট হয়। 


এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি এক ঝলকে দেখে নেওয়া যাক-
1 st April- Odisha Day

5th April- National Maritime Day

7th April-World Health Day

13th April- JallianWala Bagh Massacre Day

17th April- World Hemophilia Day

18th April- World Heritage Day

21st April- Civil service Day

22nd April- Earth Day

23rd April- World Book and Copyright Day

24th April- National Panchayeti Day

25th April- World Malaria Day

16th April- World Intellectual and Property Day


২। সম্প্রতি HUDCO এর নতুন CMD পদে কে অধিষ্ঠ হলেন?


উত্তর- Shivdas Meena 


Note: HUDCO- Housing and Urban Development Corporation Limited, একটি সরকারি নিগাম যার প্রশাসনিক দায়িত্ব থাকে Ministry of Housing and Urban Affairs এর উপর। 


Ministry of Housing and Urban Affairs- responsible minister -Hardeep Singh Puri 


৩। সম্প্রতি কোন সংস্থান একটি নতুন UVC স্যানিটাইজার লঞ্চ করল?


উত্তর- IIT Bhhubaneswar


Note: করোনা বিরুদ্ধে লড়াইয়ে IIT Bhhubaneswar একটি সুরক্ষাজনক এবং বহুমুখী UVC স্যানিটাইজার তৈরী করল যার মধ্যে একটি ইনফেক্টেড বস্তুকে নিয়ে এলে আগামী ১৫ মিনিটের মধ্যে সেটি disinfected হয়ে যাবে।


IIT Bhhubaneswar এর director হলেন- V. Raja Kumar 


সম্প্রতি ওডিশা সরকার কর্মরত সাংবাদিক এবং ডাক্তার-নার্সদের করোনা লড়াইয়ে অবদানের কথা মাথায় রেখে, কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হলে তাদের পরিবারকে যথাক্রমে ১৫ ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার কথা ঘোষনা করেছে।


UVC স্যানিটাইজার সম্পর্কে আরও জানুন এখানে ক্লিক করে 


৪। NTPC সম্প্রতি কোথায় হাইড্রোজেন চালিত বাস এবং ছোট গাড়ি পরিকল্পনা শুরু করল?


উত্তর- Leh এবং Delhi 


Note: Leh এবং Delhi তে ১০ টি হাইড্রোজেন চালিত বাস এবং ১০ টি ছোট গড়ি লঞ্চ করা হল। 

NTPC: National Thermal Power Corporation Limited
প্রতিষ্ঠা-১৯৭৫
হেডকোয়ার্টার- নিউ দিল্লি 
চেয়ারম্যান- Gurdeep Singh


30 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)


৯। Pitch Black 2020 বহুদেশীয় বায়ুসেনা যুদ্ধ্যাভ্যাস সম্প্রতি রড করা হল. এটি কাদের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল?


উত্তর- ভারত এবং অস্ট্রেলিয়া 


Note: চলতি বছরে Covid-19 মহামারীর প্রকোপের কারণে বহুদেশীয় বায়ুসেনা যুদ্ধ্যাভ্যাস রড করা হল যেটি ২৭ জুলাই থেকে ১৪ ই অগাস্টের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। 


আগামী Pitch Black যুদ্ধ্যাভ্যাস  ২০২১ সালে।


Indian Air Force Chief- Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauriya


Pitch Black 2020 সম্পর্কে আরো জানুন এখানে ক্লিক করে 


৬। সম্প্রতি একটি Covid-19 সূচনা পোর্টাল CUPB লঞ্চ করল কোন রাজ্য সরকার?


উত্তর- পাঞ্জাব 


Note: নভেল করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াইয়ে সঠিক তথ্য প্রদানের জন্য Central University of Punjab CUPB লঞ্চ করল একটি Covid-19 information web portal .


পাঞ্জাব:
রাজধানী- চন্ডিগড় 
মুখ্যমন্ত্রী- ক্যাপ্টেন আমরিন্দর সিং 
রাজ্যপাল- ভি পি সিং ভান্ডারি 


you can also access the web portal https://cupcovid19.info


৭। সম্প্রতি IIT Delhi একটি ওয়েব আধারিত dashboard লঞ্চ করল।  এটির নাম কি?


উত্তর- PRACRITI 


Note: PRACRITI- PRediction and Assessment of CoRona Infections and Transmission in India, একটি রাজ্য ভিত্তিক এবং জেল ভিত্তিক করোনা কেসের তালিকা প্রকাশ করবে।


IIT Delhi এর ডিরেক্টর হলেন- V. Ramgopal Rao 


Daily Current Affairs in Bengali (PDF)


৮। Jhuma Khatun কে সম্প্রতি doping violation এর জন্য ৪ বছরের জন্য ব্যান করা হল. তিনি একজন-


উত্তর- দৌড়বিদ 


Note:  Jhuma Khatun, Indian 4*400 m দৌড়ের একজন middle distance runner.


World Anti-Doping Agency, হেডকোয়ার্টার - Montreal, Canada 


৯। সম্প্রতি Mumbai High Court এর প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হলেন?


উত্তর- দীপঙ্কর দত্ত 


Note: এই হাই কোর্ট মহারাষ্ট্র , গোয়া রাজ্য এবং কেন্দ্র-শাসিত অঞ্চল দাদরা ও নাগার হাভেলি এবং দমন-ডিউ এর শাসন-কার্য পরিচালনা করে.


নাগপুর, মহারাষ্ট্র এবং পানাজি তে এর আঞ্চলিক শাখা রয়েছে।


১০। কোন দেশে ২০২১ সালে World Boxing Championship male অনুষ্ঠিত হবে?


উত্তর-Serbia 


Note:World Boxing Championship 2021 অনুষ্ঠিত হতে চলেছে Belgrade , Serbia তে।  এখানে দ্বিতীয়বারের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।


Serbia: এটি একটি ইউরোপিয়ান দেশ 
রাজধানী- Belgradre 
রাষ্ট্রপতি- Aleksandar Vucic 
প্রধান মন্ত্রী- Ana Brnabic 


"30 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)"

এই ক্লাসের pdf file download করতে নিচের download button এ ক্লিক করুন।

published by: https://gkthought.blogspot.com/



Post a Comment

0 Comments