Daily Current Affairs in Bengali-23rd April,2020: প্রতিদিনের মতো আমাদের এই ওয়েব পোর্টাল আজকের "Daily Current Affairs in Bengali" আলোচিত হবে যেখানে আমরা জন্য দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটগুলি যেগুলি আমাদের জেনে রাখা খুব প্রয়োজন।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি আমাদের এই ওয়েব পোর্টাল "Daily Current Affairs in Bengali" পরিবেশন করে থাকি।
একজন সরকারি চাকরি পরীক্ষার্থীর "Current Affairs" পড়াটা কতটা জরুরি একথা মাথায় রেখে আমরা প্রতিদিন সকালে আপনাদের জন্য পরিবেশন করি "daily current affairs in Bengali language"
আমাদের আজকের ক্লাস "Daily Current Affairs in Bengali-23rd April,2020"
উত্তর- 23rd April
২। সম্প্রতি প্রকাশিত Press Freedom Index 2020 এ ভারতের স্থান কত?
উত্তর- ১৪২
Note: প্রতি বছরে ১৮০ টি দেশকে নিয়ে এই তালিকা প্রকাশ করে থাকে " Reporters with borders"
গতবছরে এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০
এ বছরে এই তালিকায় প্রথম স্থান পেয়েছে নরওয়ে এবং ১৮০ নম্বরে স্থান পেয়েছে দক্ষিণ কোরিয়া।
বিস্তারিত জানুন :Press Freedom Index 2020
৩। সম্প্রতি কে মেঘালয় হাই কোর্টের মুখ্য বিচারপতি নির্বাচিত হলেন?
উত্তর- জাস্টিস বিশ্বনাথ সমাদ্দার
Note: মেঘালয়:
রাজধানী-শিলং
মুখ্যমন্ত্রী- কনরাড সাংমা
রাজ্যপাল- তথাগত রায়
৪। কোন মন্ত্রক সম্প্রতি Covid India Seva লঞ্চ করল?
উত্তর- Ministry of Health and Welfare
Note: বর্তমানে ভারতের স্বাস্হ্য মন্ত্রী হলেন ড. হর্ষাবর্ধন
৫। মুম্বাই হাই কোর্টের মুখ্য বিচারপতি কে নির্বাচিত হলেন?
উত্তর- জাস্টিস দীপঙ্কর দত্ত
Note: মুম্বাই হাই কোর্ট মহারাষ্ট্র,গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিয়া এই সব অঞ্চলের বিচার কার্য সম্পন্ন করে।
ওডিশা হাই কোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন- জাস্টিস মহম্মদ রফিক।
৬। সম্প্রতি কে রাষ্ট্রপতির সেক্রেটারি পদে নির্বাচিত হলেন-
উত্তর-কে. ত্রিপাঠি
৭। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কোন দেশে, বিশ্বের ইতিহাসে এই প্রথম বার তেলের দাম শুন্য ডলারের নিচে নেমে যায়?
উত্তর- আমেরিকা
Note: আমেরিকা
রাজধানী - ওয়াশিংটন ডি.সি
রাষ্ট্রপতি- ডোলান্ড ট্রাম্প
আমেরিকা সম্পর্কে আরও জানুন এখানে ক্লিক করে
৮। কোন রাজ্য সরকার সম্প্রতি e-Sanjivani-OPD সুবিধা লঞ্চ করল?
উত্তর- হিমাচল প্রদেশ
Note: হিমাচল প্রদেশ:
রাজধানী-শিমলা
মুখ্যমন্ত্রী- জয় রাম ঠাকুর
রাজ্যপাল- বান্দারু দত্তাত্রেয়
৯। সম্প্রতি কোন ব্যাঙ্ক ভয়েস ব্যাঙ্কিং সেবা লঞ্চ করল?
উত্তর- ICICI ব্যাঙ্ক
ICICI ব্যাঙ্ক সম্পর্কে আরও জানুন এখানে ক্লিক করে
১০। সম্প্রতি কোন রাজ্যকে আধিকারিক রূপে করোনা মুক্ত বলে ঘোষণা করা হল?
উত্তর- গোয়া
Note: গোয়া রাজ্যের মনিপুর রাজ্যসরকার নিজেদেরকে করণামুক্ত বলে ঘোষণা করেছে।
Published by: https://gkthought.blogspot.com/
আপনাদের আরো একবার জানিয়ে রাখি আমাদের এই ওয়েব পোর্টাল "Daily Current Affairs in Bengali" পরিবেশন করে থাকি।
একজন সরকারি চাকরি পরীক্ষার্থীর "Current Affairs" পড়াটা কতটা জরুরি একথা মাথায় রেখে আমরা প্রতিদিন সকালে আপনাদের জন্য পরিবেশন করি "daily current affairs in Bengali language"
আমাদের আজকের ক্লাস "Daily Current Affairs in Bengali-23rd April,2020"
Daily Current Affairs in Bengali-23rd April,2020
১।প্রতি বছর কোন তারিখে "World Book and Copyright Day" পালন করা হয়?উত্তর- 23rd April
২। সম্প্রতি প্রকাশিত Press Freedom Index 2020 এ ভারতের স্থান কত?
উত্তর- ১৪২
Note: প্রতি বছরে ১৮০ টি দেশকে নিয়ে এই তালিকা প্রকাশ করে থাকে " Reporters with borders"
গতবছরে এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০
এ বছরে এই তালিকায় প্রথম স্থান পেয়েছে নরওয়ে এবং ১৮০ নম্বরে স্থান পেয়েছে দক্ষিণ কোরিয়া।
বিস্তারিত জানুন :Press Freedom Index 2020
৩। সম্প্রতি কে মেঘালয় হাই কোর্টের মুখ্য বিচারপতি নির্বাচিত হলেন?
উত্তর- জাস্টিস বিশ্বনাথ সমাদ্দার
Note: মেঘালয়:
রাজধানী-শিলং
মুখ্যমন্ত্রী- কনরাড সাংমা
রাজ্যপাল- তথাগত রায়
Daily Current Affairs in Bengali-23rd April,2020
৪। কোন মন্ত্রক সম্প্রতি Covid India Seva লঞ্চ করল?
উত্তর- Ministry of Health and Welfare
Note: বর্তমানে ভারতের স্বাস্হ্য মন্ত্রী হলেন ড. হর্ষাবর্ধন
৫। মুম্বাই হাই কোর্টের মুখ্য বিচারপতি কে নির্বাচিত হলেন?
উত্তর- জাস্টিস দীপঙ্কর দত্ত
Note: মুম্বাই হাই কোর্ট মহারাষ্ট্র,গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিয়া এই সব অঞ্চলের বিচার কার্য সম্পন্ন করে।
ওডিশা হাই কোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন- জাস্টিস মহম্মদ রফিক।
৬। সম্প্রতি কে রাষ্ট্রপতির সেক্রেটারি পদে নির্বাচিত হলেন-
উত্তর-কে. ত্রিপাঠি
৭। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কোন দেশে, বিশ্বের ইতিহাসে এই প্রথম বার তেলের দাম শুন্য ডলারের নিচে নেমে যায়?
উত্তর- আমেরিকা
Note: আমেরিকা
রাজধানী - ওয়াশিংটন ডি.সি
রাষ্ট্রপতি- ডোলান্ড ট্রাম্প
আমেরিকা সম্পর্কে আরও জানুন এখানে ক্লিক করে
৮। কোন রাজ্য সরকার সম্প্রতি e-Sanjivani-OPD সুবিধা লঞ্চ করল?
উত্তর- হিমাচল প্রদেশ
Note: হিমাচল প্রদেশ:
রাজধানী-শিমলা
মুখ্যমন্ত্রী- জয় রাম ঠাকুর
রাজ্যপাল- বান্দারু দত্তাত্রেয়
৯। সম্প্রতি কোন ব্যাঙ্ক ভয়েস ব্যাঙ্কিং সেবা লঞ্চ করল?
উত্তর- ICICI ব্যাঙ্ক
ICICI ব্যাঙ্ক সম্পর্কে আরও জানুন এখানে ক্লিক করে
১০। সম্প্রতি কোন রাজ্যকে আধিকারিক রূপে করোনা মুক্ত বলে ঘোষণা করা হল?
উত্তর- গোয়া
Note: গোয়া রাজ্যের মনিপুর রাজ্যসরকার নিজেদেরকে করণামুক্ত বলে ঘোষণা করেছে।
Published by: https://gkthought.blogspot.com/
0 Comments