-->

Daily Current Affairs in Bengali-24th April 2020

Daily Current Affairs in Bengali-24th April 2020: "daily current affairs" সম্পূর্ণ বাংলা ভাষায় প্রতিদিন আপনাদের  সামনে পেশ করে থাকে আমাদের এই ওয়েব পোর্টাল। তাই রোজকার " daily current affairs in Bengali language" পেতে সঙ্গে থাকুন আমাদের।

 এখানে রোজকার জাতীয়,আন্তর্জাতিক, চিকিৎসা ,বিজ্ঞান ইত্যাদি সমস্ত কিছু থেকে "important current affairs in Bengali language" আলোচিত হয়।

আমাদের আজকের ক্লাস : Daily Current Affairs in Bengali-24th April 2020

Daily Current Affairs in Bengali-24th April 2020


Daily Current Affairs in Bengali-24th April 2020

১। সম্প্রতি কোন কোম্পানি রিলায়েন্স জিও এর ৯.৯৯% শেয়ার কিনে নিল?

উত্তর- ফেসবুক 

Facebook সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 

২। সম্প্রতি IMMA এর নতুন সভাপতি কে নির্বাচিত হলেন?

উত্তর- রাকেশ শর্মা 

Note: IMMA- International Motorcycle Manufacturers Association.

রাকেশ শর্মা আগে এই সংস্থার ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।এটি একটি বিশ্ব মোটরসাইকেল সংস্থা।
৩। সম্প্রতি কোন দেশে নতুন digital currency "DC/EP" চালু হল?

উত্তর- চীন 

Note: Chinese Finance and Economy magazine "Caijing" এর দেওয়া রিপোর্ট অনুসারে চীন তার প্রস্তাবিত cryptocurrency দুটি শহরে চালানোর কাজ শুরু করে দিয়েছে।

খবর অনুসারে এর পর সার্বভৌম ডিজিটাল অর্থ ইস্যু করার প্রথম প্রধান অর্থনীতিতে পরিণত হতে পারে চীন

Chinese digital currency, এই খবর সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন  

৪। সম্প্রতি কোন সংগঠন Covid-19 এর বিরুদ্ধে সচেতনতা প্রচার করার জন্য "Wash Karo" application লঞ্চ করল?

উত্তর- IIT Delhi

Note:করোনা সম্পর্কিত খবরাখবর এই অপ্পটির মাধ্যমে হিন্দি ও ইংরেজি ভাষাতে পাওয়া যাবে।

IIT Delhi- Indraprastha institute of Information technology Delhi এর বর্তমান ডিরেক্টর হলেন V. Ramgopal Rao


Daily Current Affairs in Bengali-24th April 2020


৫। সম্প্রতি Border Road Organisation রবি নদীর উপর একটি সেতু তৈরি করল. এটি কোথায় অবস্থিত?

উত্তর- পাঞ্জাব 

Note: Border Road Organisation অরুণাচল প্রদেশে সুবানসিড়ি নদীর উপর Dayporjio bridge তৈরি করেছে।

৬। বেঞ্জামিন নিতানিয়াহু কোন দেশের পুনঃ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন-

উত্তর- ইসরায়েল 

Note: Israel:
Currency - israeli shekel or shekel 
প্রেসিডেন্ট- Reuven Rivlin 

৭। ভারতের একমাত্র (এখনো পর্যন্ত) করোনা বিহীন রাজ্য কোনটি?

উঠতে- সিকিম 

Note: সিকিম রাজ্য ১৯৭৫ সালে ভারতের অন্তরভুক্ত হয়।

Sikkim:
রাজধানী- গ্যাংটক 
মুখ্যমন্ত্রী- প্রেম সিং তামাং 
রাজ্যপাল- গঙ্গা প্রাসাদ 

৮। "Aayu & Sehat Sathi " app ;লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

উত্তর- রাজস্থান 

Note: দেশ জুড়ে lockdown এর আপৎকালীন অবস্থায়  ডাক্তারের পরামর্শ এবং ঔষধ অর্ডার জন্য এই application টি লঞ্চ করা হয়েছে।

Rajasthan:
রাজধানী- জয়পুর 
মুখ্যমন্ত্রী- অশোক গেহলত 
রাজ্যপাল- কালরাজ মিশ্র 

Daily Current Affairs in Bengali-24th April 2020


৯। সম্প্রতি BWF এর I am Badminton অভিযানের brand ambassador হলেন-

উত্তর- P V Sindhu 

Note: P V Sindhu একজন সফল badminton তারকা।

P V Sindhu এর সম্পর্কে বিস্তারিত জানুন এখানে ক্লিক করে 

১০। সম্প্রতি ভারত কোন দেশে ২৩ টন অত্যাবশক ঔষধ পাঠাল?

উত্তর- নেপাল 

Note: Nepal:
রাজধানী- কাঠমান্ডু( HQ of SAARC)
প্রধানমন্ত্রী - Kharga Prasad Sharma Oli 
প্রেসিডেন্ট- Vidya Devi Vandari 

"Daily Current Affairs in Bengali-24th April 2020"

Published by :https://gkthought.blogspot.com/

Post a Comment

0 Comments