-->

28 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)

Daily Current Affairs in Bengali PDF:  হ্যালো, বন্ধুরা আজকের ক্লাস "28 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)" যেখানে আমরা আজকের গুরুত্বপূর্ণ current affairs গুলি দেখে নেবো।

বন্ধুরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি আমাদের এই website এ রোজ সকালে  "Daily Current Affairs in Bengali PDF" পরিবেশন করা হয়ে থাকে, যেখানে প্রতিদিনের  "current affairs in bengali" পেয়ে যাবেন এবং তার সাথে প্রত্যেকটি ক্লাসের শেষে ওই ক্লাসের pdf file পেয়ে যাবেন, যেগুলি download করে নিয়ে পরে পড়তে পারবেন।

তো, চলুন শুরু করা যাক আজকের ক্লাস "28 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)"

28 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)



28 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)


১। সম্প্রতি কোন রাজ্যে Covid- 19 এর সময়ান্তর এবং সঠিক তথ্য অনুসন্ধানের জন্য একটি ভিন্ন seearch engine চালু হল?


উত্তর- কেরালা 

Note:  রাজ্য সরকার দ্বারা পালিত Indian Institute of Information Technology and Management,Kerala (IIITM-K)  Covid-19 এর ব্যাপারে বেশি করে বিজ্ঞানভিত্তিক সঠিক তথ্য প্রদানের জন্য এই search engine লঞ্চ করল।
"www.vilokama.in"

সংস্কৃতে যার অর্থ হোল অনুসন্ধান করা

কেরালা :
রাজধানী-তিরুবনন্তপুর 
মুখ্যমন্ত্রী- পিনারায়ই বিজয়ান 
রাজ্যপাল- আরিফ মহম্মদ খান 

এই search engine সম্পর্কে বিস্তারিত জানুন এখানে ক্লিক করে 

২। সম্প্রতি কোন দেশ ভারতীয় সেন্ট্রাল ব্যাঙ্ক RBI এর সাথে 4০ কোটি ডলার টাকার currency exchange করার কথা ঘোষণা করল?

উত্তর- শ্রীলঙ্কা 

Note:
শ্রীলঙ্কা :
রাজধানী- কলম্বো 
প্রধানমন্ত্রী- Mahinda Rajapaksha
রাষ্ট্রপতি - Gotabaya Rajapaksha

* Sirimavo Bandarnayek, শ্রীলঙ্কা তথা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন।

৩। সম্প্রতি কবে World Intellectual Property Day পালন করা হল?

উত্তর- ২৬ শে এপ্রিল 

Note: World Intellectual Property Organisation,2000 সালে প্রথম এই দিনটি পালন করে। সারা বিশ্ব জুড়ে patents,copyright, trademarks কিভাবে দৈনন্দিন জীবনের উপর প্রভাব বিস্তার করছে সে ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিন টি পালন করা হয়ে থাকে।

WIPO : World Intellectual Property Organisation
হেডকোয়ার্টার-জেনেভা
প্রতিষ্ঠা- 1967


৪। সম্প্রতি RBI, mutual fund কোম্পানিগুলোকে  কত কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করল?

উত্তর- 50,000 কোটি টাকা 

Note: RBI (Reserve Bank of India)
প্রতিষ্ঠা-  1st April,1935
জাতীয়করণ -1949
গভর্নর-শক্তিকান্ত দাস (25 তম গভর্নর)

* 1969 সালে 14 টি ভারতীয় ব্যাঙ্কিং কোম্পানির জাতীয়করণ করা হয়েছিল।

৫। সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্লভ ঔষধাদির হোম ডেলিভারি এর জন্য "DhanWantari Scheme" চালু করল?

উত্তর- অসম 

Note: রোগী বা রোগীর পরিবার ঘরে বসেই বিভিন্ন দুর্লভ ঔষদের অর্ডার দিতে পারবেন, এবং এই অর্ডার নেওয়ার ৮ ঘন্টা থেকে ৭ দিনের মধ্যে রোগীর কাছে ওই দুর্লভ ঔষধ পৌঁছে যাবে এমনটাই বলেছেন State Health and Welfare Minister, Himanta Biswa Sarma .

ঔষধাদির দাম ২০০ টাকার কম হলে ডেলিভারি চার্জ দিতে হবে না কিন্তু দাম ২০০ টাকার বেশি হলে তার জন্য স্পেশাল চার্জ দিতে হবে বেল তিনি জানিয়েছেন।

অসম:
রাজধানী-দিসপুর 
মুখ্যমন্ত্রী- Sarbananda Sonowal
রাজ্যপাল- Jagdish Mukhi

আসামে কাজিরাঙা ন্যাশনাল পার্ক, মানস অভয়ারণ্য, গরমপানি অভয়ারণ্য রয়েছে।

৬। সম্প্রতি কোন সংস্থা "60 Starlink satellite" লঞ্চ করল?

উত্তর-SpaceX

Note: SpaceX এর  Falcon 9 রকেটের সাহায্যে মহাকাশে প্রেরণ করা হয়েছে এবং এগুলি Florida এর Kennedy Space Center থেকে লঞ্চ করে হয়েছে।

SpaceX:
  এটি একটি ব্যাক্তিগত aerospace manufacturer and space transportation company
Founder- Elon Musk
Headquarter-Hawthorne, California, US
Founded in- 2012 

 60 Starlink satellite সম্পর্কে বিস্তারিত জানুন এখানে ক্লিক করে 

৭। সম্প্রতি কোন রাজ্যে মহিলাদের জন্য "Jeevan Shakti" Shceme চালু হল?

উত্তর- মধ্যপ্রদেশ 

Note: মহিলাদের ঘরে বসে রোজগারের সুবিধা করে দিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী Shivraj Singh Chouhan এই যোজনা চালু করলেন। এই যোজনার ফলে মহিলারা ঘরে বসে মাস্ক তৈরী করলে সরকার তাদের কাছে থেকে ১১ টাকা দরে প্রতিটি মাস্ক কিনে নেবে।

Madhya Pradesh:
রাজধানী- ভোপাল 
মুখ্যমন্ত্রী- শিবরাজসিং চৌহান 
রাজ্যপাল- লালজি টন্ডন 

৮। সম্প্রতি Ronny Roy মারা গেলেন, তিনি কিজন্য বিখ্যাত ছিলেন?

উত্তর- ফটোজার্নালিস্ট 

Note: তিনি বিখ্যাত বাংলা পত্রিকা আজকাল এর সাথে জড়িত ছিলেন।

৯। কোন শহর "Sanyam" নামে একটি mobile application লঞ্চ করল?

উত্তর- পুনে 

Note: পুনে শহর মহারাষ্ট্রে অবস্থিত।

মহারাষ্ট্র:
রাজধানী শহর- মুম্বাই 
মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে 
রাজ্যপাল-ভগৎ সিং কোশিয়ারি 

১০। সম্প্রতি কোন রাজ্য সরকার lockdown চলাকালীন নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা দিতে "HelpMe" mobile application লঞ্চ করল?

উত্তর-হরিয়ানা 

Note:এই এপ্লিকেশন এর মাধ্যমে নাগরিকের শুস্ক খাবার, LPG Cylinder, ব্যাঙ্ক ,অ্যাম্বুলেন্স, ডাক্তার ইত্যাদি প্রয়োজনীয় সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন একবার ডিস্ট্রিক অফিসার দ্বারা অনুমোদিত হলে আবেদনকারীরা সেই আবেদিত কাজের সুরাহা করতে পারবেন।

হরিয়ানা: 
রাজধানী- চন্ডিগড় (চন্ডিগড়, হারিয়ান এবং পাঞ্জাব দুটি রাজ্যের রাজধানী)
মুখ্যমন্ত্রী- মনোহর লাল খাট্টার 
রাজ্যপাল- সত্যদেব নারায়ণ আর্য 

* সম্প্রতি হরিয়ানা রাজ্য সরকার ঘরে বসে ছাত্র-ছাত্রীদের ডিজিট্যাল পদ্ধিতিতে শিক্ষা দিতে "Sampark Baithak" নামে একটি মোবাইল এপ্লিকেশন লঞ্চ করেছে।


মনে রাখা জরুরি,একই উদ্দেশ্যে উত্তরাখন্ড রাজ্য লঞ্চ করেছে "Sampark Didi" নামে একটি মোবাইল এপ্লিকেশন।


বন্ধুরা আজকের আমাদের ক্লাস এপিখানি সমাপ্ত। আপনারা চাইলে এই ক্লাসের pdf ফাইল ডাউনলোড করে নিতে পারেন নিচের ডাউনলোড button এ ক্লিক করে। বন্ধুরা আবার দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষনের জন্য good bye -
"28 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)"

Post a Comment

0 Comments