-->

29 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)

Daily Current Affairs in Bengali PDF: বন্ধুরা আমাদের আজকের আলোচনা "29 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)" যেখানে আমরা প্রতিদিনের মতো জেনে নেবো "Daily Current Affairs in Bengali" .

বন্ধুরা আপনারা সকলেই জানেন হিন্দি এবং ইংরেজিতে প্রচুর ভালো ভালো experienced website বাংলাতে সেরকম website খুব কমই আছে যেখানে quality type এর পড়াশোনা পাবেন। এই উদ্দেশ্যে সম্পূর্ণ বাংলাতে বাংলার স্টুডেন্ট দের Competitive Exam preparation এ সুযোগ করে দিতে আমরা শুরু করেছি আমাদের এই কার্যপ্রণালী যেখানে প্রতিদিন সকালে আপনারা পেয়ে যাবেন "Current Affairs in Bengali"

সাথে আপনারা এই ক্লাস গুলোর pdf file ও ডাউনলোড করে নিয়ে আপনার সময় মতো পড়তে পারবেন।

আপনাদের আগামীদিনের শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস "29 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)"

29 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)



29 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)

১। Covid-19 রোগীদের জন্য Nightingale-19 নামক রোবট তৈরী করল কোন রাজ্য?

উত্তর- কেরালা 


Note: Vimal yothi College of Engineering এর professor Sunil Paul তার students 

দের নিয়ে তৈরী করে ফেললেন Nightingale-19 নামক রোবট যেটি একসাথে ১৫ জন রোগীকে খাবার, জল পরিবেশন করতে পারে। এমনকি রোগীরা চাইলে এর সাহায্যে ডাক্তার এবং পরিবারের লোকজনকে ফোন করতে পারবে

Nightingale-19 সম্পর্কে বিস্তারিত জানুন এখানে ক্লিক করে 


* সম্প্রতি কেরলের Indian Institute of Information Technology and Management (IIITM), Covid-19 এর ব্যাপারে বিজ্ঞানভিত্তিক তথ্য অনুসন্ধানের জন্য একটি ভিন্ন search engine তৈরী করেছে।

২। আর্থিক বর্ষ ২০২১ এ ভারতের GDP কত  হবে  বলে অনুমান করেছে Indian Ratings and Research?

উত্তর- 1.9%

৩। কোন সরকারি হাসপাতালে প্রথম covid-19  এর জন্য প্লাসমা থেরাপি শুরু হল?

উত্তর- KGMU 

Note: King George's Medical University (KGMU), Lucknow ভারতের প্রথম সরকারি হাসপাতাল,যেখানে সাফল্যের সাথে প্লাসমা থেরাপি সম্পন্ন করা হয়েছে ৫৮ বছর বয়সী একজন করোনা ভাইরা আক্রান্ত ডাক্তারের দেহে।

King George's Medical University (KGMU) এই হাসপাতালের chancellor হলেন শ্রীমতি আনন্দিবেন প্যাটেল, যিনি উত্তর প্রদেশের বর্তমান রাজ্যপাল। 

উত্তর প্রদেশ:
রাজধানী- লখনৌ 
মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ 
রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল 

৪। সম্প্রতি অস্ট্রেলিয়া মহাদেশ একটি করোনা ভাইরা ট্র্যাকিং এপ্লিকেশন লঞ্চ করল।  এপ্লিকেশন টির নাম কি?

উত্তর- Covisafe

Note: এই এপ্লিকেশন ডাউনলোড করা দুজন ব্যাক্তি পরস্পরের কাছাকাছি এলে app দুটি নিজেদের মধ্যে anonymised ID বিনিময় করে নেবে। পরবর্তীকালে এই এপ্লিকেশন এ সঞ্চিত ID list থেকে বোঝা যাবে কে বা করা, ডাউনলোড করার পর লাস্ট ১৪ দিনে করোনা আক্রান্ত হয়েছে। এই অপ্প্লিকেশনটি এইসব তথ্যাদি ২১ সঞ্চয় করে রাখতে পারবে।

Australia : 
Health Minister- Greg Hunt
Attorney General- Cristian Porter
Communication Minister- Paul Fetcher 

এই অপ্প্লিকেশনটি লঞ্চ হওয়ার সাথে এইসমস্ত ব্যাক্তিবর্গের নাম জড়িয়ে আছে. তাই এদের নামগুলি জেনে রাখা প্রয়োজন।

অস্ট্রেলিয়া:
রাজধানী- Canberra
প্রধান মন্ত্রী-Scott Morrison

Covisafe সম্পর্কে বিস্তিরিত জানুন এখানে ক্লিক করে 


৫। Sana Mir, সম্প্রতি সমস্ত রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন। তিনি কোন দেশের খেলোয়াড়?

উত্তর- পাকিস্তান 

Note: Sana Mir, Pakistan National Women Cricket team এর captain ছিলেন।

পাকিস্তান:
রাজধানী- ইসলামাবাদ 
প্রধানমন্ত্রী- ইমরান খান 
রাষ্ট্রপতি- ড. আরিফ আলভী 


* পাকিস্তান, সম্প্রতি SAARC স্বাস্থ্য মন্ত্রী দেড় বৈঠক আহ্বান করেছিল।

৬। সম্প্রতি রাজ্যে Covid-19 পরিচালনার জন্য একটি কেবিনেট সমিতি গঠন করল কোন রাজ্য সরকার?

উত্তর- পশ্চিমবঙ্গ

Note: এই কেবিনেট সমিতি পরিচালনার দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। 

পশ্চিমবঙ্গ:
রাজধানী- কলকাতা 
মুখ্যমন্ত্রী- মমতা ব্যানার্জী 
রাজ্যপাল- জগদ্বীপ ধানখর 

* সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার Covid-19 এই বিরুদ্ধে লড়াইয়ে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যের যে সমস্ত লোক বাইরে রাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছে তাদের জন্য লঞ্চ করেছে "স্নেহের পরশ" প্রকল্প যার মাধ্যমে বাইরে একটা পড়া প্রকেককে এককালীন ১০০০ টাকা করে দেওয়া হবে.

এছাড়া লোকডাউন এর ফলে দিনমজুরদের কাজ হারানোর কথা চিন্তা করে প্রত্যেক দিনমজুরের পরিবারকে ১০০০ টাকা করে দেবার কথা ঘোষণা করেছে "প্রচেষ্টা" প্রকল্পের মাধ্যমে।

৭। Covid-19 এর কবল থেকে সুস্থ হয়ে ওঠা প্রত্যেক রোগীকে ২০০০ টাকা করে দেবার কথা ঘোষণা করল কোন রাজ্য সরকার?

উত্তর- অন্ধ্র প্রদেশ 

Note : সম্প্রতি অন্ধ্র প্রদেশ রাজ্য সরকার "CovidPharma" নামে একটি মোবাইল এপ্লিকেশন লঞ্চ করেছে।

অন্ধ্র প্রদেশ:
মুখ্যমন্ত্রী- Y S Jagamohan Reddy
রাজ্যপাল-Biswa Bhusan Haricharan

৮। সম্প্রতি কোন পাকিস্তানি খেলোয়াড়কে তিন বছরের জন্য সমস্ত রকম ক্রিকেট থেকে ব্যান করল PCB?

উত্তর- Umar Akmal

Note: Umar Akmal, কে corruption charge এ ব্যান করা হল। ইনি পাকলিস্তানের হয়ে 16টি টেস্ট, 121 টি one-day Internationals এবং 84 টি T20 Internationals কেবলেছেন।

PCB- Pakistan Cricket Board এর director হলেন Asif Mohammed 

এই খবর সম্বন্ধে আরো জানুন এখানে ক্লিক করে 

৯। সম্প্রতি অনুষ্ঠিত হল BRICS এর দেশগুলির আনুষ্ঠানিক সম্মেলন। এখানে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করলেন?

উত্তর- S Jayshankar 

Note: S Jayshankar ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী

তিনি গুজরাটের হয়ে একজন রাজ্যসভার মেম্বার ও BJP leader 

BRICS :
BRICS গঠিত হয়েছে পাঁচটি দেশ নিয়ে Brazil, Russia, India, China, South Africa
প্রথমে এটি BRIC হিসেবে পরিচিত ছিল পরে ২০১০ সালে South Africa যোগ দিলে BRICS গঠিত হয়। 

হেডকোয়ার্টার- Aarhus, Denmark 

১০। Covid-19 এর কারণে পত্রকারদের মৃত্যু হলে তার পরিবার সকলকে ১৫ লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করল কোন রাজ্য সরকার?

উত্তর- ওডিশা 

Note:করোনা ভাইরা সচেতনতায় news reporter দেড় অগ্রণী ভূমিকার কথা মাথায় রেখে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক এদিন ঘোষণা করলে কর্মরত কোন সাংবাদিক করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে.

এর আগে ওডিশা সরকার প্রত্যেক কর্মরত ডাক্তার নার্সদের ক্ষতিপূরণ হিসেবে ৫০ লক্ষ টাকা দেয়ার কথা ঘোষণা করেছে।

ওডিশা:
রাজধানী- ভুবনেশ্বর 
মুখ্যমন্ত্রী- নবীন পট্টনায়েক 
রাজ্যপাল-গনেশি লাল 

বন্ধুরা আমাদের আজকের ক্লাস "29 April 2020 Daily Current Affairs in Bengali (PDF)" সম্পন্ন হল এখানে মারা জেনে নিলাম সম্প্রতি ঘটিত কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা।

বন্ধুরা এভাবেই আমাদের নিত্যদিনের ক্লাস গুলি পেতে জুড়ে থাকুন আমাদের সাথে।  এই ক্লাস্সের pdf ফাইল পেতে নিচে download button এ ক্লিক করুন।




published by : https://gkthought.blogspot.com/

Post a Comment

0 Comments