22nd April 2020 Current Affairs in Bengali: হ্যালো, বন্ধুরা আজকের ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানায় যেখানে আমরা আলোচনা করবো "22nd April 2020 Current Affairs in Bengali", প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য "daily current affairs",
আপনারা এই প্রশ্নোত্তর গুলি চর্চা করুন।প্রতিটি প্রশ্ন details এ আলোচিত হবে যাতে খুব সহজে আপনারা তথ্যগুলি interlinking করতে পারেন এবং দীর্ঘদিন মনে রাখতে পারেন।
তো কালুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস "22nd April 2020 Current Affairs in Bengali"
আপনারা এই প্রশ্নোত্তর গুলি চর্চা করুন।প্রতিটি প্রশ্ন details এ আলোচিত হবে যাতে খুব সহজে আপনারা তথ্যগুলি interlinking করতে পারেন এবং দীর্ঘদিন মনে রাখতে পারেন।
তো কালুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস "22nd April 2020 Current Affairs in Bengali"
22nd April 2020 Current Affairs in Bengali
১। "বিশ্ব ধরিত্রী দিবস" প্রতি বছর কোনদিনটিতে পালন করা হয়?
উত্তর- ২২ শে এপ্রিল
Note: এ বছর ২০২০ সালে "বিশ্ব ধরিত্রী দিবস" এর থিম ছিল "Climate Action"
প্রতি বছর এই দিনটিকে "বিশ্ব ধরিত্রী দিবস" হিসেবে পালন করা হয়, বিশ্বকে সুরক্ষা করার হেতু সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে।
আরো জানুন বিশ্ব ধরিত্রী দিবস সম্পর্কে এখানে ক্লিক করে
২। বিশ্ববিখ্যাত বাইসাইকেল প্রতিযোগিতা "Tour de France" এবছর করোনা ভাইরাসের কুফলের কারণে স্থগিত রাখা হয়েছে। এটি কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর- ফ্রান্সের রিভিয়েরা শহরে
Note:এবছর ২৭ জুন ২০২০ তারিখ থেকে এটি শুরু হবে নির্ধারিত ছিল কিন্তূ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে এটি স্থগিত রাখা হয়েছে এবং ঠিক করা হয়েছে সব ঠিক থাকলে এ বছরের ২৯ সেপ্টেম্বর তারিখ থেকে এটি শুরু হবে।
প্রথম Tour de France খেলা হয় ১৯০৩ সালে।
৩। কোন বাহিনী সম্প্রতি Covid-19 রোগীদের চিকিৎসার জন্য "Air Evacuation Pod"তৈরি করলো?
উত্তর- Indian Navy
Note: Indian Navy:
Chief of Naval Staff - Admiral Karambir Singh
প্রতি বছর "Navy Day" পালন করা হয় ৪ঠা ডিসেম্বর তারিখে।
৪। এবার থেকে একই প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট, সোশ্যাল মিডিয়া, গেমিং এবং হোটেল ও ফ্লাইট বুকিং করা যাবে। Application টির নাম কি?
উত্তর- Sure App
Note: Facebook এবং Reliance Industrial Limited এর যৌথ উদ্যোগে এই এপ্লিকেশন টি লঞ্চ করা হয়েছে।
Facebook:
এটি একটি মার্কিন সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন
প্রতিষ্ঠাতা- মার্ক জুকেরবার্গ
Reliance Industrial Limited একটি ভারতীয় Multinational Conglomerate Company যেটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন Dhiruvai Ambani . এর হেডকোয়ার্টার অবস্থিত Mumbai শহরে।
৫। সম্প্রতি ভাৰত " Harpoon Missilies and Tropedoes" কেনার অনুমোদন পেল. ভাৰত এটি কোন দেশের থেকে কিনবে?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র
Note: মার্কিন যুক্তরাষ্ট্র, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ব্যার্থ হওয়ায় WHO কে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র:
রাষ্ট্রপতি- ডোনাল্ড ট্রাম্প
রাজধানী শহর- ওয়াসিংটন ডি সি
বড়ো শহর- নিউ ইয়র্ক সিটি
৬। সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত অ্যানিমেশন চলচিত্র Tom & Jerry এর ডিরেক্টর। এনার নাম কি?
উত্তর- Gene Deitch
যিনি একজন আমেরিকার বাসিন্দা।
৭। সম্প্রতি কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম কমিক টেক্সটবুক গুলোকে ইলেকট্রনিক ফরমেট এ প্রকাশ করার জন্য e-Comic Textbook platform লঞ্চ করল?
উত্তর- মনিপুর
Note: গোয়া রাজ্যের পরে মনিপুর নিজেদেরকে করোনা মুক্ত দ্বিতীয় রাজ্য হিসেবে ঘোষণা করল।
মনিপুর:
রাজধানী- ইমফল
মুখ্যমন্ত্রী- এন বীরেন সিং
রাজ্যপাল- নাজমা হেপতুল্লা
৮। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে "ত্রিপুর পরম" উৎসব স্থগিত রাখা হল। এটি কোন রাজ্যের উৎসব?
উত্তর- কেরালা
Note: কেরালা:
রাজধানী- তিরুবনন্তপুরম
মুখ্যমন্ত্রী- পিনারায়ই বিজয়ান
রাজ্যপাল- আরিফ মহম্মদ খান
" মোহিনীনাট্যম" নৃত্য কেরালার বিখ্যার লোকনৃত্য।
৯। Standard & Poor's অনুসারে আর্থিক বর্ষ ২০২০-২১ সালে ভারতের GDP কত হবে?
উত্তর- 1.8%
Note: ২০২০-২১ সালে ভারতের GDP কত হতে পারে তার কতগুলি অনুমান-
IMF এর ধারণা- 1.9%
World Bank এর রিপোর্ট অনুযায়ী-2.8%
ADB এর রিপোর্ট অনুযায়ী-4%
SBI এর রিপোর্টঅনুযায়ী-1.1%
১০। কোন দেশ সম্প্রতি Facebook third paty fact check system লঞ্চ করল?
উত্তর- বাংলাদেশ
Note: বাংলাদেশ:
Currency-টাকা
রাজধানী শহর- ঢাকা
প্রধান মন্ত্রী- শেখ হাসিনা
রাষ্ট্রপতি-আব্দুল হামিদ
প্রধান বিচারপতি- সায়েদ মহম্মদ হোসেইন
আমাদের আজকের প্রচেষ্টা "22nd April 2020 Current Affairs in Bengali" , আপনারা যদি এই ক্লাস থেকে উপকৃত হন এবং পছন্দ করেন এই রকম ক্লাস রোজ রোজ পেতে তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন।
আর আপনাদের কোনো মতামত জানানোর থাকলে আবশ্যই আমাদের comment box এ comment করে জানাবেন।
ধন্যবাদ।
Officially published by:https://gkthought.blogspot.com/
উত্তর- ২২ শে এপ্রিল
Note: এ বছর ২০২০ সালে "বিশ্ব ধরিত্রী দিবস" এর থিম ছিল "Climate Action"
প্রতি বছর এই দিনটিকে "বিশ্ব ধরিত্রী দিবস" হিসেবে পালন করা হয়, বিশ্বকে সুরক্ষা করার হেতু সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে।
আরো জানুন বিশ্ব ধরিত্রী দিবস সম্পর্কে এখানে ক্লিক করে
২। বিশ্ববিখ্যাত বাইসাইকেল প্রতিযোগিতা "Tour de France" এবছর করোনা ভাইরাসের কুফলের কারণে স্থগিত রাখা হয়েছে। এটি কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর- ফ্রান্সের রিভিয়েরা শহরে
Note:এবছর ২৭ জুন ২০২০ তারিখ থেকে এটি শুরু হবে নির্ধারিত ছিল কিন্তূ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে এটি স্থগিত রাখা হয়েছে এবং ঠিক করা হয়েছে সব ঠিক থাকলে এ বছরের ২৯ সেপ্টেম্বর তারিখ থেকে এটি শুরু হবে।
প্রথম Tour de France খেলা হয় ১৯০৩ সালে।
৩। কোন বাহিনী সম্প্রতি Covid-19 রোগীদের চিকিৎসার জন্য "Air Evacuation Pod"তৈরি করলো?
উত্তর- Indian Navy
Note: Indian Navy:
Chief of Naval Staff - Admiral Karambir Singh
প্রতি বছর "Navy Day" পালন করা হয় ৪ঠা ডিসেম্বর তারিখে।
৪। এবার থেকে একই প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট, সোশ্যাল মিডিয়া, গেমিং এবং হোটেল ও ফ্লাইট বুকিং করা যাবে। Application টির নাম কি?
উত্তর- Sure App
Note: Facebook এবং Reliance Industrial Limited এর যৌথ উদ্যোগে এই এপ্লিকেশন টি লঞ্চ করা হয়েছে।
Facebook:
এটি একটি মার্কিন সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন
প্রতিষ্ঠাতা- মার্ক জুকেরবার্গ
Reliance Industrial Limited একটি ভারতীয় Multinational Conglomerate Company যেটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন Dhiruvai Ambani . এর হেডকোয়ার্টার অবস্থিত Mumbai শহরে।
22nd April 2020 Current Affairs in Bengali
৫। সম্প্রতি ভাৰত " Harpoon Missilies and Tropedoes" কেনার অনুমোদন পেল. ভাৰত এটি কোন দেশের থেকে কিনবে?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র
Note: মার্কিন যুক্তরাষ্ট্র, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ব্যার্থ হওয়ায় WHO কে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র:
রাষ্ট্রপতি- ডোনাল্ড ট্রাম্প
রাজধানী শহর- ওয়াসিংটন ডি সি
বড়ো শহর- নিউ ইয়র্ক সিটি
৬। সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত অ্যানিমেশন চলচিত্র Tom & Jerry এর ডিরেক্টর। এনার নাম কি?
উত্তর- Gene Deitch
যিনি একজন আমেরিকার বাসিন্দা।
৭। সম্প্রতি কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম কমিক টেক্সটবুক গুলোকে ইলেকট্রনিক ফরমেট এ প্রকাশ করার জন্য e-Comic Textbook platform লঞ্চ করল?
উত্তর- মনিপুর
Note: গোয়া রাজ্যের পরে মনিপুর নিজেদেরকে করোনা মুক্ত দ্বিতীয় রাজ্য হিসেবে ঘোষণা করল।
মনিপুর:
রাজধানী- ইমফল
মুখ্যমন্ত্রী- এন বীরেন সিং
রাজ্যপাল- নাজমা হেপতুল্লা
৮। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে "ত্রিপুর পরম" উৎসব স্থগিত রাখা হল। এটি কোন রাজ্যের উৎসব?
উত্তর- কেরালা
Note: কেরালা:
রাজধানী- তিরুবনন্তপুরম
মুখ্যমন্ত্রী- পিনারায়ই বিজয়ান
রাজ্যপাল- আরিফ মহম্মদ খান
" মোহিনীনাট্যম" নৃত্য কেরালার বিখ্যার লোকনৃত্য।
৯। Standard & Poor's অনুসারে আর্থিক বর্ষ ২০২০-২১ সালে ভারতের GDP কত হবে?
উত্তর- 1.8%
Note: ২০২০-২১ সালে ভারতের GDP কত হতে পারে তার কতগুলি অনুমান-
IMF এর ধারণা- 1.9%
World Bank এর রিপোর্ট অনুযায়ী-2.8%
ADB এর রিপোর্ট অনুযায়ী-4%
SBI এর রিপোর্টঅনুযায়ী-1.1%
১০। কোন দেশ সম্প্রতি Facebook third paty fact check system লঞ্চ করল?
উত্তর- বাংলাদেশ
Note: বাংলাদেশ:
Currency-টাকা
রাজধানী শহর- ঢাকা
প্রধান মন্ত্রী- শেখ হাসিনা
রাষ্ট্রপতি-আব্দুল হামিদ
প্রধান বিচারপতি- সায়েদ মহম্মদ হোসেইন
আমাদের আজকের প্রচেষ্টা "22nd April 2020 Current Affairs in Bengali" , আপনারা যদি এই ক্লাস থেকে উপকৃত হন এবং পছন্দ করেন এই রকম ক্লাস রোজ রোজ পেতে তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন।
আর আপনাদের কোনো মতামত জানানোর থাকলে আবশ্যই আমাদের comment box এ comment করে জানাবেন।
ধন্যবাদ।
Officially published by:https://gkthought.blogspot.com/
0 Comments