-->

12th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download

12th May 2020 Daily Current Affairs in Bengali: এই ক্লাসে আমরা দেখে নেব  বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, যেগুলি আগামী বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ক্লাস গুলি follow করুন, অবশ্যই Current Affairs এর দিক থেকে যথেষ্ট সাফল্য পাবেন।

চলুন দকেহে নিয়ে আজকের ক্লাস: "12th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download"

12th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download


12th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download



১। সম্প্রতি দক্ষিণী ভারত মহাসাগরীয় দেশগুলিকে সাহায্যের জন্য ভারত সরকার কোন মিশন শুরু করল?


উত্তর- মিশন সাগর 


Note: Maldives, Mauritius, Madagascar, Comoros এবং seychelles এই দেশগুলিকে সাহায্যের জন্য যথেষ্ট ঔষধাদি এবং খাবার সাহায্য করতে এই মিশন চালু করা হয়েছে।

INS Kesari জাহাজ এই মিশনের সাথে জড়িত।

ভারতের বিদেশমন্ত্রী- Subharamanyam Jaishankar 

বিদেশ সচিব- Harsh Vardhan Shringla 


২। কোন রাজ্য সরকার পুনরায় মুখ্যমন্ত্রী জন কল্যাণ সম্বল যোজনা চালু করল?


উত্তর- মধ্যপ্রদেশ 


Note:

মধ্যপ্রদেশ:

মুখ্যমন্ত্রী-শিবরাজ সিং চৌহান 

রাজ্যপাল- লালজি ট্যান্ডন 

রাজধানী- ভোপাল 


৩। সম্প্রতি কে "Hero to Animals" পুরস্কারে ভূষিত হলেন?


উত্তর- নবীন পাটনায়েক 


৪। কোন দিনটিকে International Nurses Day হিসেবে পালন করা হয়?


উত্তর- ১২ ই মে 


Note: Lady with the Lamp, Florence Nightiangle এর জন্মদিন পালন উপলক্ষে এই দিনটিকে পালন করা হয়। তাছাড়া সমাজে নার্সদের অবদান আরো একবার মনে করিয়ে দিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়.


এ বছরে এর থিম :- " A Voice to lead " Nursing the World to Health 

12th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download



৫। কোন  মন্ত্রক সম্প্রতি Covid-19 সম্পর্কিত অপেরেশনগুলি দ্রুত অনুমোদনের জন্য GARUD portal চালু করল?



উত্তর- Ministry of Civil Aviation



৬। কে সম্প্রতি " Arogya Sanjeevani" Health Insuarance Policy লঞ্চ করল?


উত্তর- SBI General Insuarance 


Chairman of SBI- Rajnish Kumar 



৭। International Hockey Federation এর president, Narinder Batra এর মেয়াদকাল কত বছরের জন্য বাড়ানো হল?


উত্তর- ১ 


তিনি ২০২১ সল্ পর্যন্ত president থাকবেন।

Internation Hockey Fedetation:

প্রতিষ্ঠা- ১৯২৪

হেডকোয়ার্টার- Lausanne, Switzerland 

President- Narinder Batra 

CEO- Thierry Weil 


৮। সম্প্রতি কোন রাজ্যের Police " FIR Aapke Dwar" নামে একটি pilot project লঞ্চ করল?


উত্তর- মধ্যপ্রদেশ 


Note: এর ফলে অভিযোগকারী বাড়িতে বসে emergency number ১০০ ফোন করে নিজের অভিযোগ দায়ের করতে পারবেন।


৯। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হরিশঙ্কর বাসুদেবন। তিনি কিজন্য বিখ্যাত ছিলেন?


উত্তর- ইতিহাসবিদ 


Daily Current Affairs in Bengali PDF


১০। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে বাঘের সংখ্যা ৮৬ থেকে বেড়ে কত হয়েছে?


উত্তর- ৯৬



Note: সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ 

১৯৮৭ সালে সুন্দরবন ন্যাশনাল পার্ক, UNESCO World Heritage Site এর সম্মান পায়।




Publisehd By:


Post a Comment

0 Comments