Daily Current Affairs in Bengali: বন্ধুরা, যেমনটা আপনারা জানেন প্রতিটি সরকারি চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পার্ট হল Current Affairs, হ্যা এই বিষয়টি কোনো ভাবেই অবহেলার বিষয় নয়। GK বা অংকের মতো এটিও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আমাদের এই ওয়েবসাইটে আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স খুব সচেতনতার সাথে পরিবেশন করে থাকি যেগুলি আপনাদের চাকরির পরীক্ষার জন্যখুবই গুরুত্বপূর্ণ হবে।
তাই আজও আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি বাছাই করা কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেগুলির বিস্তারিত আলোচনা। আজকের ক্লাস- ১৬ ই মে ২০২০ কারেন্ট অ্যাফেয়ার্স
১৬ই মে ২০২০ কারেন্ট অ্যাফেয়ার্স । PDF।
১। কে সম্প্রতি Covid-19 testing machine COBAS6800 লঞ্চ করলেন?
উত্তর- Dr. Harsh Vardhan
- Union Minister of Health and Family Welfare - Dr. Harsh Vardhan
- এটি দিল্লির National Centre for Disease Control এ স্থাপন করা হয়েছে।
- এই মেশিন ২৪ ঘন্টায় ১২০০ টি স্যাম্পল পরীক্ষা করতে সক্ষম।
২। Covid-19 এর প্রাদুর্ভাবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কোন সংস্থা সম্প্রতি ভারতকে ১ বিলিয়ন ডলার সামাজিক সুরক্ষা প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করল?
উত্তর-ওয়ার্ল্ড ব্যাঙ্ক
- প্রতিষ্ঠা-১৯৪৪
- হেডকোয়ার্টার- ওয়াশিংটন ডি.সি.
- প্রেসিডেন্ট- ডেভিড মালপাস
৩। সম্প্রতি কোন ইউরোপীয় দেশ নিজেদের সম্পূর্ণরূপে করোনা ভাইরাস মুক্ত বলে ঘোষণা করল?
উত্তর- স্লোভেনিয়া
- Capital-Ljubljana
- Currency-Euro
- Prime Minister- Janez Janza
৪। কে সম্প্রতি নিজেকে WTO এর প্রধানের পদ থেকে সরিয়ে নিতে চলেছেন?
উত্তর- Robert Azeveda
- তিনি ২০১৩ সালে এই পদে নিযুক্ত হন. ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ছিল তার সময়সীমা।কিন্তু তার আগেই তিনি এই পদ থেকে ইস্তফা দিতে চলেছেন।
WTO:
- World trade Organisation
- Headquarter- Genva, Switzerland
- Member Countries- 164
- Formation-1995
১৬ ই মে ২০২০ কারেন্ট অ্যাফেয়ার্স
৫। CBSE এর নতুন চেয়ারম্যান হলেন-
উত্তর- মনোজ আহুজা
- তিনি Anita Karwal কে প্রতিস্থাপন করে CBSE ( Central Board of Secondary Education ) এর চেয়ারম্যান পদে নিযুক্ত হতে চলেছেন।
৬। কোন রাজ্য সরকার সম্প্রতি “ মাটির স্মৃষ্টি” স্কিম লঞ্চ করল?
উত্তর- পশ্চিমবঙ্গ
৭। কে সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ Sachet লঞ্চ করলেন?
উত্তর- Rajnath Singh
- ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী Rajnath Singh ভিডিও কনফারেন্সের মাদ্ধমে গোয়াতে এই জাহাজ ও দুটি interceptor boat c-450 ও c-451 লঞ্চ করলেন।
- এই জাহাজ টি তৈরী করেছে Goa Shipyard Limited , এটি ১০৫ মি দীর্ঘ এবং প্রায় ২,৩৫০ টন ওজন বহনে সক্ষম।
৮। সম্প্রতি G20 virtual Trade and Investment Ministerel এর দ্বিতীয় দফার বৈঠকের আয়োজন করল-
উত্তর- সৌদি আরব
- এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন Union Commerce and Industry Minister- Piyush Goyel
সৌদিআরব :
- রাজধানী-রিয়াদ
- মুদ্রা- রিয়্যাল
৯। প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হয়?
উত্তর- ১৫ ই মে
১০। সম্প্রতি Grammy পুরস্কার জয়ী গায়িকা Betty Wright মারা গেলেন। তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?
উত্তর- আমেরিকা
- Bessie Regina Norris, যিনি Betty Wright নামেই সুপরিচিত, ১৯৭৬ সালে Where Is the Love গানটির জন্য Grammy সম্মান পেয়েছিলেন।
বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি এই সমস্ত ক্লাস ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম Daily Current Affairs পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করবেন।
Thank you.
Published By: https://gkthought.blogspot.com/
0 Comments