Current Affairs in Bengali: "২ রা মে ২০২০ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স" , যেখানে আমরা দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ "Current Affairs" গুলি।
চলুন দেখে নেওয়া যাক আজকের "Current Affairs in Bengali","2nd May 2020 Daily Current Affairs in Bengali PDF"


2nd May 2020 Daily Current Affairs in Bengali PDF
১। সম্প্রতি কোন তারিখে "International Labour Day" পালন করা হল?
উত্তর- ১ লা মে
Note: ১ লা মে International Labour Day, May Day নামেও পরিচিত।তাছাড়া হিন্দিতে এই দিনটি Kamgar din নামেও পরিচিত।
International Labour Day, ভারতের প্রথম পালন করা হয় ১৯২৩ সালে ১ লা মে তারিখে।
*১ লা মে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে।
২। সম্প্রতি কাকে Google Pay India এর প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হল?
উত্তর- Sikha Sharma
Note: Google Pay হল Google এর দ্বারা প্রস্তুত একটি digital wallet platform এবং online payment system .
Google:
প্রতিষ্ঠা-১৯৯৮ সালে
প্রতিষ্ঠাতা- Larry Page এবং Sergey Brin
হেডকোয়ার্টার- Mountain View, California , USA
CEO- Sundar Pichai
৩। সম্প্রতি কোন রাজ্যের কালো রঙের চাল GI ট্যাগ পেল?
উত্তর-মনিপুর
Note: মনিপুরের Chak-Hao বা black rice, কালো চাল সম্প্রতি GI(Geographical Indication) পেল.
মনিপুর:
রাজধানী- ইম্ফল
মুখ্যমন্ত্রী- N. Biren Singh
রাজ্যপাল- Najma Heptulla
* মনিপুরে Loktak lake অবস্থিত।
৪। সম্প্রতি কোন TV show পৃথিবীর সবচেয়ে বেশি দেখা entertainment programme বলে বিবেচিত হয়েছে?
উত্তর- Ramayana
৫। সম্প্রতি স্বাস্থ্য কর্মীদের উৎসাহ বাড়াতে ও তাদের সম্মান জানাতে কে #WeWillWin অভিযান শুরু করল?
উত্তর- FIFA
Note: FIFA:
Federation Internationale de Football Association
Founded in-1904
Headquarter- Zurich, Switzerland
President- Gianni Infantino
৬। সম্প্রতি Chuni Goswami মারা গেলেন। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
উত্তর- ফুটবল এবং ক্রিকেট
Note: Subimal Goswami ওরফে Chuni Goswami একজন প্রখ্যাত ফুটবলের ও ক্রিকেট ছিলেন।তিনি তার প্রথম জীবনে মোহনবাগান ফুটবল ক্লাব ও Indian National Team এর হয়ে ক্যাপ্টেন হিসেবে ফুটবল খেলেছেন।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর পুরোপুরিভাবে ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন।তিনি বাংলার হয়ে Ranji Trophy খেলেছেন।
৭। সম্প্রতি MNREGA প্রকল্পের আওতায় কোন রাজ্য সবথেকে বেশি রোজগার প্রদান করেছে?
উত্তর- ছত্তিসগড়
Note:
MNREGA- Mahatma Gandhi Rural Employment Guarantee Act
এই আইন পাস্ হয় ২০০৫ সালে
ছত্তিসগড়:
রাজধানী- রায়পুর
মুখ্যমন্ত্রী- ভুপেশ ভাগেল
রাজ্যপাল- অনুসুইয়া উইকেই
*Corona Virus সম্বন্ধিত তথ্যাদি প্রদানের জন্য ছত্তিশগড়ে চালু হল Kavach Mobile Application
৮। Nikkei Asia Prize 2020 এর জন্য কাকে মনোনীত করা হয়েছে?
উত্তর- Professor T. Pradip
Note:
Indian Institute of Technology এর প্রফেসর T. Pradip কে Nikkei Asia Prize 2020 এর " Science and Technology" বিভাগের জন্য মনোনীত করা হয়েছে।
তার Nanotechnology based water purification কাজের জন্য তাকে এই পুরস্কারে মনোনীত করা হয়েছে।
৯। সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের প্রথম Covid-19 পরীক্ষাগার চালু করল?
উত্তর- অরুণাচল প্রদেশ
Note:
অরুণাচল প্রদেশ:
রাজধানী- ইটানাগার
মুখ্যমন্ত্রী- পেমা খান্ডু
রাজ্যপাল- বি ডি মিশ্র
* অরুনাচল প্রদেশ রাজ্যে বিখ্যাত Hornbill Festival অনুষ্ঠিত হয়.
১০। সম্প্রতি কোন দেশ G-20 digital economy মন্ত্রীদের বৈঠক আহবান করলেন?
উত্তর- সৌদি আরব
Note:
সৌদি আরব:
রাজধানী- রিয়াদ
টাকা- রিয়্ল
আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি আলোচিত হল "2nd May 2020 Daily Current Affairs in Bengali PDF"
এই ক্লাসের pdf file সংগ্রহ করতে নিচের Download Button এ ক্লিক করুন।
Published By: https://gkthought.blogspot.com/
উত্তর- ১ লা মে
Note: ১ লা মে International Labour Day, May Day নামেও পরিচিত।তাছাড়া হিন্দিতে এই দিনটি Kamgar din নামেও পরিচিত।
International Labour Day, ভারতের প্রথম পালন করা হয় ১৯২৩ সালে ১ লা মে তারিখে।
*১ লা মে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে।
২। সম্প্রতি কাকে Google Pay India এর প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হল?
উত্তর- Sikha Sharma
Note: Google Pay হল Google এর দ্বারা প্রস্তুত একটি digital wallet platform এবং online payment system .
Google:
প্রতিষ্ঠা-১৯৯৮ সালে
প্রতিষ্ঠাতা- Larry Page এবং Sergey Brin
হেডকোয়ার্টার- Mountain View, California , USA
CEO- Sundar Pichai
৩। সম্প্রতি কোন রাজ্যের কালো রঙের চাল GI ট্যাগ পেল?
উত্তর-মনিপুর
Note: মনিপুরের Chak-Hao বা black rice, কালো চাল সম্প্রতি GI(Geographical Indication) পেল.
মনিপুর:
রাজধানী- ইম্ফল
মুখ্যমন্ত্রী- N. Biren Singh
রাজ্যপাল- Najma Heptulla
* মনিপুরে Loktak lake অবস্থিত।
৪। সম্প্রতি কোন TV show পৃথিবীর সবচেয়ে বেশি দেখা entertainment programme বলে বিবেচিত হয়েছে?
উত্তর- Ramayana
May 2020 Daily Current Affairs in Bengali PDF
৫। সম্প্রতি স্বাস্থ্য কর্মীদের উৎসাহ বাড়াতে ও তাদের সম্মান জানাতে কে #WeWillWin অভিযান শুরু করল?
উত্তর- FIFA
Note: FIFA:
Federation Internationale de Football Association
Founded in-1904
Headquarter- Zurich, Switzerland
President- Gianni Infantino
৬। সম্প্রতি Chuni Goswami মারা গেলেন। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
উত্তর- ফুটবল এবং ক্রিকেট
Note: Subimal Goswami ওরফে Chuni Goswami একজন প্রখ্যাত ফুটবলের ও ক্রিকেট ছিলেন।তিনি তার প্রথম জীবনে মোহনবাগান ফুটবল ক্লাব ও Indian National Team এর হয়ে ক্যাপ্টেন হিসেবে ফুটবল খেলেছেন।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর পুরোপুরিভাবে ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন।তিনি বাংলার হয়ে Ranji Trophy খেলেছেন।
৭। সম্প্রতি MNREGA প্রকল্পের আওতায় কোন রাজ্য সবথেকে বেশি রোজগার প্রদান করেছে?
উত্তর- ছত্তিসগড়
Note:
MNREGA- Mahatma Gandhi Rural Employment Guarantee Act
এই আইন পাস্ হয় ২০০৫ সালে
ছত্তিসগড়:
রাজধানী- রায়পুর
মুখ্যমন্ত্রী- ভুপেশ ভাগেল
রাজ্যপাল- অনুসুইয়া উইকেই
*Corona Virus সম্বন্ধিত তথ্যাদি প্রদানের জন্য ছত্তিশগড়ে চালু হল Kavach Mobile Application
Daily Current Affairs in Bengali PDF
৮। Nikkei Asia Prize 2020 এর জন্য কাকে মনোনীত করা হয়েছে?
উত্তর- Professor T. Pradip
Note:
Indian Institute of Technology এর প্রফেসর T. Pradip কে Nikkei Asia Prize 2020 এর " Science and Technology" বিভাগের জন্য মনোনীত করা হয়েছে।
তার Nanotechnology based water purification কাজের জন্য তাকে এই পুরস্কারে মনোনীত করা হয়েছে।
৯। সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের প্রথম Covid-19 পরীক্ষাগার চালু করল?
উত্তর- অরুণাচল প্রদেশ
Note:
অরুণাচল প্রদেশ:
রাজধানী- ইটানাগার
মুখ্যমন্ত্রী- পেমা খান্ডু
রাজ্যপাল- বি ডি মিশ্র
* অরুনাচল প্রদেশ রাজ্যে বিখ্যাত Hornbill Festival অনুষ্ঠিত হয়.
১০। সম্প্রতি কোন দেশ G-20 digital economy মন্ত্রীদের বৈঠক আহবান করলেন?
উত্তর- সৌদি আরব
Note:
সৌদি আরব:
রাজধানী- রিয়াদ
টাকা- রিয়্ল
আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি আলোচিত হল "2nd May 2020 Daily Current Affairs in Bengali PDF"
এই ক্লাসের pdf file সংগ্রহ করতে নিচের Download Button এ ক্লিক করুন।
Published By: https://gkthought.blogspot.com/
0 Comments