-->

3rd May 2020 Daily Current Affairs in Bengali PDF

Current Affairs in Bengali: " রা মে ২০২০ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স" , যেখানে আমরা দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ "Current Affairs" গুলি।


চলুন দেখে নেওয়া যাক আজকের "Current Affairs in Bengali","3rd May 2020 Daily Current Affairs in Bengali PDF"

3rd May 2020 Daily Current Affairs in Bengali PDF



3rd May 2020 Daily Current Affairs in Bengali PDF


১। World Press Freedom Day কবে পালন করা হয়?


উত্তর- ৩রা মে 


Note: ১৯৯৩ সালে  United Nations General Assembly প্রতি বছর ৩ রা মে দিনটিকে 
World Press Freedom Day হিসেবে পালন করার কথা ঘোষণা করে।


এবছর World Press Freedom Day এর থিম : Journalism Without Fear or Favour 



World Press Freedom Index 2020 তে ভারতের স্থান -১৪২ এবং শীর্ষস্থানীয় দেশ হল- নরওয়ে 


World Press Freedom Index 2019 এ ভারতের স্থান ছিল-১৪০


 ২। সম্প্রতি কে"কিষান সভা"মোবাইল অপ্প্লিকেশন লঞ্চ করল?


উত্তর- CSIR 


Note: দেশজুড়ে lockdown এর করুন পরিস্থিতিতে চাষীরা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হচ্ছে তাদের উৎপন্ন দ্রব্যাদি বিক্রি করতে। কিষান সভা এপ্লিকেশন এর মাদ্ধমে সরাসরি প্রতিষ্টিত ক্রেতাদের কাছে নিজেদের উৎপন্ন দ্রব্যাদি বিক্রি এবং সহজে পরিবহন করতে পারবে।


 CSIR - Council of  Scientific and Industrial Research, ভারত সরকার দ্বারা ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। 

সভাপতি- ভারতের প্রধানমন্ত্রী 


৩। সম্প্রতি কে American Academy of Arts and Science এর আন্তর্জাতিক সাম্মানিক সদস্য মনোনীত হলেন?


উত্তর- Shobhana Narasimhan 


Note:  Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research( JNCASR)এর প্রফেসর Shobhana Narasimhanসম্প্রতি American Academy of Arts and Science এর আন্তর্জাতিক সাম্মানিক সদস্য পদ পেলেন।


৪। ,সম্প্রতি কোন ভারতীয় রাজ্য প্রথম বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা প্রদান করল?


উত্তর- মহারাষ্ট্র


Note: মহারাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রী Rajesh Tope, এদিন ঘোষণা করলেন রাজ্যের সকল নাগরিকদের এই বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবার আওতায় আনা হবে। 

মহারাষ্ট্র:
মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে 
রাজ্যপাল- ভাগত সিং কোশিয়ারি 
রাজধানী- মুম্বাই 

 * সম্প্রতি মুম্বাইহাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন- দীপঙ্কর দত্ত 


3rd May 2020 Daily Current Affairs in Bengali PDF


আরো পড়ুন: ২রা মে ২০২০ কারেন্ট অ্যাফেয়ার্স এবং pdf 

১ লা মে ২০২০ কারেন্ট অ্যাফেয়ার্স এবং pdf 

৫। সম্প্রতি প্রকাশিত ICC Test Ranking এ কোন দেশ শীর্ষ স্থান অধিকার করল?


উত্তর- অস্ট্রেলিয়া 

Note:    অস্ট্রেলিয়া testএবং T20 International ranking এ শীর্ষ স্থান অধিকার করল।  যেখানে England One Day Internationals এ শীর্ষ স্থানে পোঁছালো।


ভারত Test এ তার শীর্ষ স্থান হারালো এবং ICC Ranking এ তৃতীয় স্থানের অধিকারী হল। এবং ODI ranking এতার দ্বিতীয় স্থান বজায় রাখলো।


পাকিস্তান T20I এ তার শীর্ষ স্থান হারালো।

ICC: International Cricket Council 

প্রতিষ্ঠা- ১৯০৯
হেডকোয়ার্টার- দুবাই, United Arab Emirates 
চেয়ারম্যান- Shashank Manohar 


৬। বিশ্বের সবচেয়ে বড়ো সামুদ্রিক যুদ্ধ্যাভ্যাস  Rim of the Pacific আয়োজন করতে চলেছে কোন দেশ?


উত্তর- আমেরিকা 


Note: ১৯৭০ সাল থেকে U.S. Navyপ্রতিদুই বছর এই যুদ্ধভ্যাস এর আয়োজন করে আসছে।  এবারেও এটি Hawaii এ অনুষ্ঠিত হবে এমনটাই ঘোষণা করা হয়েছে।


৭। সম্প্রতি কেMinistry of Road Transport and Highways এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?


উত্তর- Giridhar Aramane 


Note: Minister of Ministry of Road Transport and Highways is -Nitin Gadkari 


৮। সম্প্রতি কে MSME মন্ত্রকের সচিব পদ গ্রহণ করলেন?



উত্তর- Arbind Kumar Singh 


Note: 

MSME: Ministry of Micro, Small and Medium Enterprises 

হেডকোয়ার্টার-নিউ দিল্লি 

Minister-Nitin Gadkari 

3rd May 2020 Daily Current Affairs in Bengali PDF


৯।কোন রাজ্যের টেরাকোটা সম্প্রতি GI ট্যাগ পেল?


উত্তর- উত্তর প্রদেশ 

Note: উত্তরপ্রদেশের গোরাখপুরের টেরাকোটা Geographical Indication ট্যাগ পেল। 

সম্প্রতি মনিপুর রাজ্যের কালো চাল বা Chak-Hao GI ট্যাগ পেল। 

উত্তর প্রদেশ:

মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ 
রাজ্যপাল-আনন্দীবেনপ্যাটেল 
রাজধানী- লখনৌ 


১০। সম্প্রতি কে ভারতের Economic Affairs Secretary পদে নিযুক্ত হলেন?


উত্তর- তরুণ বাজাজ




আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস "3rd May 2020 Daily Current Affairs in Bengali PDF"  

pdf file download করে নিতে নিচের Download বাটন এ ক্লিক করুন।

Published by: https://gkthought.blogspot.com/


Post a Comment

0 Comments