-->

1st May 2020 Daily Current Affairs in Bengali PDF

Current Affairs in Bengali: "১লা মে ২০২০ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স" , যেখানে আমরা দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ "Current Affairs" গুলি।


চলুন দেখে নেওয়া যাক আজকের "Current Affairs in Bengali","1st May 2020 Daily Current Affairs in Bengali PDF"

1st May 2020 Daily Current Affairs in Bengali PDF



1st May 2020 Daily Current Affairs in Bengali PDF



১। সম্প্রতি  কবে "আয়ুষ্মান ভারত দিবস" পালন করা হল?


উত্তর- ৩০ শে এপ্রিল 


Note: Ayushman Bharat Yojona, ২০১৮ সালে চালু হয়, এই যোজনা বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য যোজনা বলে বিবেচিত।

এই যোজনা Pradhan Mantri Jan Arogya Yojona, National Health Protection Scheme নামেও পরিচিত।


২। কোন রাজ্য সম্প্রতি "Jagananna Vidhya Deevana" scheme লঞ্চ করল?


উত্তর- অন্ধ্র প্রদেশ 


Note: সারা রাজ্যে ২০১৯-২০ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের সম্পূর্ণ fee পরিশোধ করার জন্য এই scheme লঞ্চ করা হয়েছে।


অন্ধ্র প্রদেশ:
রাজধানী- অমরাবতী 
মুখ্যমন্ত্রী- Y S Jagamohan Reddy 
রাজ্যপাল- Biswa Bhusan Haricharan 


৩। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বলিউড অভিনেতা Irfan Khan সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন?


উত্তর- ২০১১ সালে 


Note: পদ্মশ্রী সম্মান হল ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান- ভারতরত্ন পুরস্কার 

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান- পদ্মবিভূষণ 

ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান- পদ্মভূষণ সম্মান 

পদ্মশ্রী সম্মান ১৯৫৪ সল্ থেকে দেওয়া শুরু হয় এবং প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন প্রদান করা হয়।



৪। সম্প্রতি অনুষ্ঠিত Petersberg Climate Dialogue এ ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করলেন?


উত্তর- প্রকাশ জাভড়েকর 


Note: এটি ছিল Petersberg Climate Dialogue এর ১১ তম বৈঠক। এবং এর আহ্বায়ক হল Germany.

প্রকাশ জাভড়েকর বর্তমানে ভারতের কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী


জার্মানি:
রাজধানী- বার্লিন 
রাষ্ট্রপতি- Frank Walter Steinmeier 
কারেন্সী- Euro 


1st May 2020 Daily Current Affairs in Bengali PDF


৫। সম্প্রতি কাতারে, ভারতের অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন?


উত্তর- দীপক মিত্তাল 


Note:

কাতার:
রাজধানী- দোহা 
প্রধান ভাষা- আরবি 
প্রধানমন্ত্রী- খালিদ বিন খলিফা 
টাকা- রিয়াল 

সম্প্রতি Bahrain এ ভারতের অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন- পীযুষ শ্রীবাস্তব 

Bahrain:
রাজধানী- মানামা 
প্রধানমন্ত্রী- খলিফা বিন সালমান আলী খলিফা
কারেন্সী-Bahrain Dinar 


৬। PESB এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?


উত্তর-রাজীব কুমার 


Note:

PESB- Public Enterprises Selection Board 



৭। কোন রাজ্য সরকার Covid-19 চলাকালীন কর্মরত কোন সাংবাদিক মারা গেলে তার ক্ষতিপূরণ  হিসেবে ৫০ লক্ষ্ টাকা দেওয়ার কথা ঘোষণা করল?


উত্তর- আসাম 


Note:

Health and Family Welfare Minister of Assam - Himanta Biswasharma 


আসাম:
রাজধানী- দিসপুর 
মুখ্যমন্ত্রী- সর্বনন্দা সোনোয়াল 
রাজ্যপাল- জদগিশ মুখী 


Daily Current Affairs in Bengali PDF



৮। সম্প্রতি  কে Access to Covid-19 Tools accelerator উদ্যোগ শুরু করল?


উত্তর- G-20


Note: 

G-20

১৯ টি সদস্য দেশ এবং European Union কে নিয়ে গঠিত।


India এর একটি সদস্য দেশ।


৯। সম্প্রতি USA Cricket team এর কোচ কে নিযুক্ত হলেন?


উত্তর- জগদীশ অরুন কুমার 


১০। সম্প্রতি কোন রাজ্য সরকার "Jeevan Amrit Yojona" শুরু করল?


উত্তর- মধ্যপ্রদেশ 


Note:  মধ্যপ্রদেশ রাজ্য সরকার Covid-19 চলাকালীন জনসাধারণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই যোজনা শুরু করল। AYUSH দ্বারা প্রস্তুত "Trikut Churna" একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট বিনামূল্যে রাজ্যবাসীর মধ্যে প্রদান করা হবে। যেটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বলে বিশ্বাস।


AYUSH- Ayurveda, Yoga & Natuoropathy, Unani, Siddha and Homeopathy 


মধ্যপ্রদেশ:
রাজধানী- ভোপাল 
মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান 
রাজ্যপাল- লালজি ট্যান্ডন


আমাদের আজকের ক্লাস "1st May 2020 Daily Current Affairs in Bengali PDF" আশা করি আপনাদের ভালো লেগেছে।

এই ক্লাসের pdf ফাইল পেতে নিচে download button এ ক্লিক করুন।

Published By: https://gkthought.blogspot.com/


Post a Comment

0 Comments