-->

GK MCQ questions on rivers of India in Bengali PDF

GK Questions on rivers of India in Bengali: হ্যালো, বন্ধুরা আরো একবার আপনাদের স্বাগত জানায় আমাদের এই ওয়েবসাইট এ যেখানে আমরা আপনাদের প্রদান করে থাকি সরকারি চাকরি সম্বন্ধিত সমস্ত study materials সম্পূর্ণ বাংলা ভাষাতে।আমরা যারা বাংলা ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রী তাদের যাতে চাকরির পরীক্ষার প্রস্তুতি তে notes এর দিক থেকে কোনো বাধা না আসে , সেই লক্ষেই আমরা কাজ করে থাকি।



GK MCQ Questions on rivers of India in Bengali PDF Download



বন্ধুরা আপনারা জানেন আমাদের এই ওয়েবসাইটে আমরা Daily Current affairsGeographyHistory এবং সর্বোপরি সমস্ত General Knowledge প্রশ্নোত্তর প্রদান করার চেষ্টা করে থাকি। সেই রকমই আজকে আপনাদের উপহার দিতে চলেছি "GK Questions on rivers of India in Bengali"

আশা করি প্রতিদিনের মতো আজকের ক্লাসও  আপনাদের পছন্দসই হবে।  তো চলুন শুরু করি আজকের ক্লাস -




 ১। ভারতের দীর্ঘতম নদী  কোনটি?

উত্তর- গঙ্গা

* সিন্ধু নদের মোট দৈর্ঘ্য প্রায় ২৮৮০ কি.মি. কিন্তু ভারতে এর দৈর্ঘ্য ৭০৯ কি.মি.
গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২,৫২৫ কি.মি. এবং পুরোটাই ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
পশ্চিমবঙ্গে গঙ্গা  নদীর দৈর্ঘ্য প্রায় ৫২০ কি.মি.


২। সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়?

উত্তর- মানাস সরোবরের ১০০ কি.মি. উত্তরে অবস্থিত সঙ্গীখাবাব  নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

*সিন্ধু নদের মোট দৈর্ঘ্য প্রায় ২,৮৮০ কি.মি. এর মধ্যে প্রায় ৭০৯ কিমি ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর পর পাকিস্তানে প্রবেশ করেছে এবং শেষ মেস আরব সাগরে গিয়ে পড়েছে।


৩। সিন্ধুর বাম তীরের উপনদীগুলি কি কি?

উত্তর- শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা

*এই পাঁচটি নদীকে একত্রে পঞ্চনদ বলে এবং এই পাঁচটি নদী থেকেই পাঞ্জাব (পঞ্চ+অব) এর নামকরণ হয়েছে।


৪। শ্রীনগর শহরটি সিন্ধুর কোন উপনদীর তীরে অবস্থিত?

উত্তর- বিতস্তা

* বিপাশার তীরে অবস্থিত মানালি এবং শতদ্রুর তীরে অবস্থিত ভাকরা শহরটি।

৫। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

উত্তর- ৫২০ কি.মি.

* গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য ২,৫২৫ কি.মি.( প্রায়) যার মধ্যে ১,৪৫০ কিমি উত্তরাখন্ড এবং উত্তর প্রদেশ, ৪৪৫ কিমি বিহার এবং বাকি ৫২০ কিমি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।


৬। উৎসস্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত?

উত্তর- ভাগীরথী

* কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে এবং উৎস্থলে এর নাম ভাগীরথী


৭। গঙ্গা নদী  বাংলাদেশে কি নামে পরিচিত?

উত্তর- পদ্মা

* গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশের মুখে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ভাগীরথী নামে আরো দক্ষিণে প্রবাহিত হয়ে এবং শেষে হুগলি নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে।

৮। গঙ্গার প্রধান উপনদী কোনটি?

উত্তর- যমুনা

*যমুনা হল গঙ্গার ডানতীরের উপনদী। গঙ্গার ডানতীরের আর একটি উপনদী হল শোন্

গঙ্গার বাম  তীরের উপনদী গুলি হল রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা , কোশি, গণ্ডক, মহানন্দা ইত্যাদি।


৯। যমুনা কোথায় গঙ্গা নদীর সাথে মিশেছে?

উত্তর- এলাহাবাদের কাছে

* এলাহাবাদের কাছে গঙ্গার সাথে যমুনা সরস্বতী নদী এসে মিলিত হয়েছে। এই তিনটি নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত।


১০। কোন নদীর ব-দ্বীপ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হিসেবে পরিচিত?

উত্তর- গঙ্গা

* সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হিসেবে পরিচিত।


১১। গঙ্গাকে কেন আদর্শ নদী বলা হয়?

উত্তর- গঙ্গা নদীর গতিপথে তিনটি গতি অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি সুস্পষ্ট রূপে লক্ষ্য করা যায়। এভাবেও বলা যায় একমাত্র এই নদীর গতিপথে পার্বত্য প্রবাহ বা উচ্চ-গতি, সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং ব-দ্বীপ প্রবাহ বা নিম্নগতি স্পষ্ট রূপে লক্ষ্য করা যায়. তাই এই নদীকে আদর্শ যদি বলা হয়।


১১। আগ্রা শহরটি কোন নদীতীরে অবস্থিত?

উত্তর- যমুনা

* আগ্রা ছাড়াও দিল্লি এবং মথুরা এই যমুনা নদীর তীরে অবস্থিত।


১২। উৎস্থলে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত?

উত্তর- সাংপো

* ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুঙ-দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এবং সাংপো নাম নিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে।


১৩। ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে কি নাম পরিচিত?

উত্তর- ডিহং

* এরপর ডিহং, দিবংলোহিত নদীর সাথে মিলিত হয়েছে। এদের মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র নামে পরিচিত।

* ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ প্রায় ২,৯০০ কি.মি. এর মধ্যে প্রায় ৮৮৫ কি.মি. ভারতের অন্তর্গত।


১৪। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত?

উত্তর- যমুনা

* এই যমুনা নদী পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এবং এই দুই নদীর মিলিত প্রবাহ মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে।


১৫। ভারতের বৃহত্তম নদী-দ্বীপ কোনটি?

উত্তর- মাজুলি

* ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবাহিত নদীগুলির মধ্যে সবচেয়ে বেশি জল বহন করে।


১৬। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম উল্লেখ করো?

উত্তর- লুনি নদী

* আরাবল্লী পর্বতের উত্তরাংশে অবস্থিত অনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে ৪৫০ কি.মি. পথ অতিক্রম করে কচ্ছের রানে পড়েছে। এর দুটি উল্লেখযোগ্য উপনদী হল- জাওয়াই ও সুকরী।


১৭। দক্ষিণ ভারতের নদীগুলিকে কটি ভাগে ভাগ করা যায়?

উত্তর- দুটি। যথা- পূর্ববাহিনীপশ্চিমবাহিনী

* পূর্বদিকে অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত নদীগুলিকে পূর্ববাহিনী নদী এবং আরব সাগরে পতিত নদীগুলিকে পশ্চিমবাহিনী নদী বলা হয়।


১৮। কোন নদীর উপর হুড্রু জলপ্রপাতটি লক্ষ্য করা যায়?

উত্তর- সুবর্ণরেখা

* এই নদীটি ছোটনাগপুর মালভুমি থেকে উৎপন্ন হয়ে ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওডিশার বালেশ্বরের কাছে  বঙ্গোপসাগরে পড়েছে।

* রাঁচির কাছে এই নদীর উপর হুড্রু জলপ্রপাতটি তৈরী হয়েছে।


১৯। বিশ্বের দীর্ঘতম বাঁধ, হীরাকুঁদ কোন নদীর উপর অবস্থিত?

উত্তর- মহানদী

* ২৭ কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি পৃথিবীর দীর্ঘতম বাঁধ। ১৯৫৭ সালে এই বাঁধটি তৈরী হয়, যেটি ভারতের প্রথম বহুমুখী যদি পরিকল্পনা।

* মহানদী দণ্ডকারণ্যের উত্তর প্রান্তের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ছত্তিসগড়ওডিশার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।

* এর উপনদী গুলি হল - হাঁসদা, মান্দ, ইব


২০। কোন নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত ?

উত্তর- গোদাবরী

* এই নদীটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এটি দক্ষিণ ভারতের গঙ্গা এবং বুড়ি গঙ্গা নামেও পরিচিত।

* গোদাবরী নদীটি পশ্চিমঘাট পর্বতমালার ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে প্রায় ১,৪৬৫ কি.মি. পথ অতিক্রম করে  বঙ্গোপসাগরে পড়েছে।

* এর উপনদী গুলি হল- প্রানহিতা, ইন্দ্রাবতী, মঞ্জিরা

* গোদাবরী নদীর তীরে নাসিক শহর টি অবস্থিত।


২১। কৃষ্ণা নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উত্তর- পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে

* এই নদীটি পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।

* উল্লেখযোগ্য উপনদী গুলি হল- ভীমা,ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা


২২। কোন নদীটির উপর বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধ ও জলপ্রপাত অবস্থিত?

উত্তর- কৃষ্ণা

২৩। দক্ষিণ ভারতের কোন নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত?

উত্তর- কাবেরী

* কাবেরী নদীটি ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে প্রায় ১,৩০০ কি.মি. পথ অতিক্রম করে মোহনায় ব-দ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পড়েছে।

* উপনদী- হিমবতী, বেদবতী, সিমসা, ভবানী


২৪। কোন নদীটি বিহারের দুঃখ নামে পরিচিত?

উত্তর- কোশী

* দামোদর নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত।

২৫। কোন নদীটির উপর ধুঁয়াধার জলপ্রপাতটি অবস্থিত?

উত্তর- নর্মদা

* নর্মদা নদীটি মহাকাল পর্বতের আমারকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে সাতপুরা পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত  উপসাগরে গিয়ে পড়েছে।





   নদী   উৎসস্থল     দৈর্ঘ্য   পতনস্থল              উপনদী
গঙ্গাগঙ্গোত্রী হিমবাহপ্রায় ২,৫২৫ কি.মি.বঙ্গোপসাগরযমুনা, রামগঙ্গা, ঘর্ঘরা, কোশি, গণ্ডক, গোমতী
সিন্ধুসঙ্গীখাবাব হিমবাহপ্রায় ২,৮৮০ কি.মি.আরব সাগরশতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা
ব্রহ্মপুত্রচেমায়ুঙ দুং হিমবাহপ্রায় ২,৯৯০ কি.মি.বঙ্গোপসাগরতিস্তা, তোর্সা
গোদাবরীত্রিম্বক উচ্চভূমিপ্রায় ১,৪৬৫ কি.মি.বঙ্গোপসাগরপ্রানহিতা, ইন্দ্রাবতী, মঞ্জিরা
সুবর্ণরেখাছোটনাগপুর মালভুমিপ্রায় ৪৩০ কি.মি.বঙ্গোপসাগর             -
মহানদীসিয়াওয়ারা উচ্চভূমিপ্রায় ৮৫৭ কি.মি.বঙ্গোপসাগরহাঁসদা, মান্দ, ইব
কৃষ্ণামহাবালেশ্বর শৃঙ্গপ্রায় ১,৪০০ কি.মি.বঙ্গোপসাগরভীমা, ঘাতপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা
কাবেরীব্রহ্মগিরি শৃঙ্গপ্রায় ৮০৫ কি.মি.বাগপসাগরহেমবতী, বেদবতী, সিমসা, ভবানী
নর্মদাআমারকণ্টক শৃঙ্গপ্রায় ১,৩০০ কি.মি.খাম্বাত উপসাগর                    -
তাপ্তিমহাদেব পর্বতপ্রায় ৭২৫ কি.মি.খাম্বাত উপসাগরপূর্ণা, বোরি
লুনীঅনাসাগর হ্রদপ্রায় ৪৫০ কি.মি.কচ্ছের রান                  -
সবরমতিআরাবল্লীপ্রায় ৪০০ কি,মি.খাম্বাত উপসাগর                  -



আমরা এই ক্লাসের মাধ্যমে ভারতের নদী সংক্রান্ত সমস্ত প্রশ্নোত্তর তুলে ধরার চেষ্টা করলাম। প্রতি প্রশ্নের শেষে উত্তরের ভিত্তিটা তুলে ধরার মাদ্ধমে আপনাদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছি। চেষ্টা করেছি যাতে আপনারা সহজেই জিনিসগুলো ভুলে না যান সে দিকে লক্ষ্য রাখতে।

MCQ চাইলে অনেক ই বানানো যেত কিন্তু আপনাদের সঠিক knowledge তা দেবার জন্য প্রশ্নের সংখ্যা না বাড়িয়ে প্রশ্নের গুণমান বাড়ানোর চেষ্টা করেছি।



আশা করছি আমাদের আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যয় বন্ধুদের সাথে শেয়ার করবেন।

নিচে Download button এ ক্লিক করে এই ক্লাসের PDF পেয়ে যাবেন।

আপনারা চাইলে আমাদের Facebook Page follow করতে পারেন।Link: https://www.facebook.com/GKthought-102591494767906/

তাছাড়া Telegram channel ও জুড়তে পারেন। Link: https://t.me/gkthought


Post a Comment

1 Comments