10th May 2020 Daily Current Affairs in Bengali: এই ক্লাসে আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, যেগুলি আগামী বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ক্লাস গুলি follow করুন, অবশ্যই Current Affairs এর দিক থেকে যথেষ্ট সাফল্য পাবেন।
চলুন দকেহে নিয়ে আজকের ক্লাস: "10th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download"
১। কোন সংস্থা সম্প্রতি "NSafe" নামে একটি এন্টিমাইক্রোবিয়াল পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক তৈরী করল?
উত্তর- Nanosafe Solutions Pvt.Ltd
* এটি IIT-Delhi এর একটি startup company যার মতে এই মাস্ক ৫০ বার পর্যন্ত ব্যবহার করা যাবে।
২। কে সম্প্রতি Marylbone Cricket Club এর president পদে পুনরায় নির্বাচিত হলেন?
উত্তর- Kumar Sangakara
* Sangakara, Marylbone Cricket Club এর প্রথম non-British president.
৩। ভারতের কোথায় প্রথম African Swine Flu এর রিপোর্ট পাওয়া গেলো?
উত্তর- অসম
* The Hindu এর রিপোর্ট অনুযায়ী গত ৬ মাসে আসামের বিভিন্ন জায়গায় প্রায় ৩০০০ শুকর এই রোগে মারা গিয়েছে।
৪। Covid-19 operations এর সাহায্যার্থে কোন সংস্থা সম্প্রতি ভারত কে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করল?
উত্তর- AIIB
* AIIB:
Asian Infrastructure Investment Bank
হেডকোয়ার্টার- Beijing,China
President- Jin liquan
৫। কোন কোম্পানি সম্প্রতি গ্রাহকদের সুবিদার্থে "Own-Online" প্লাটফর্ম চালু করল?
উত্তর- Mahindra&Mahindra Ltd.
* এর সাহায্যে ঘরে বসেই Mahindra Passenger Car কেনা যাবে।
এটি mahindra গ্রুপ এর একটি অংশ এবং এটি একটি multinational car manufacturing corporation
এটি ভারতের একটি বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক এবং বিশ্বে সবচেয়ে বেশি ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা।
৬। Pakisthan Air Force এ নিযুক্ত প্রথম Hindu Pilot কে হলেন?
উত্স- Rahul Dev
* সিন্ধ প্রদেশের বাসিন্দা রাহুল দেব, Pakisthan Air Force এ একজন General Duty Pilot Officer পদে নিযুক্ত হয়েছেন।
৭। কোন রাজ্য সম্প্রতি পানমাসলা কে ১ বছরের জন্য বন্ধ করে দিলো?
উত্তর- ঝাড়খন্ড
* রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪১ টি স্যাম্পল collect করা হয়. সবকটিতেই Magnesium Carbonate এর উপস্থিতি লক্ষ্য করা যায়, যার ব্যবহার Food Safety and Standards Acts এর বিরুদ্ধে। তাই জনসাধারণের স্বাস্থ্য চিন্তা করে ঝাড়খণ্ড রাজ্য সরকার পানমাসলার ব্যবহার ১ বছরের জন্য ব্যান করে দিলো।
ঝাড়খন্ড:
মুখ্যমন্ত্রী-Hemant Soren
রাজ্যপাল- Drupadi Murmu
রাজধানী- রাঁচি
৮। ২০২০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্মবার্ষিকী পালন করা হল?
উত্তর- ১৫৯ তম
* রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়ান যিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার দ্বারা সম্মানিত হন।
রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় স্তোত্রের রচয়িতা। এই গানটি ১৯১২ সালে তত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং ১৯১১ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশে প্রথম গাওয়া হয়েছিল।
৯। `কোন রাজ্য সরকার সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য Pravasi Rahat Mitra app লঞ্চ করল?
উত্তর- উত্তর প্রদেশ
*উত্তর প্রদেশ রাজ্য সরকার সম্প্রতি AYUSH KAVACH app লঞ্চ করল।
১০। কোন তারিখে World Migratory Bird Day কোন তারিখে পালন করা হয়?
উত্তর- ৯ ই মে
Published By: https://gkthought.blogspot.com/
Thank You.......
চলুন দকেহে নিয়ে আজকের ক্লাস: "10th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download"
১। কোন সংস্থা সম্প্রতি "NSafe" নামে একটি এন্টিমাইক্রোবিয়াল পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক তৈরী করল?
উত্তর- Nanosafe Solutions Pvt.Ltd
* এটি IIT-Delhi এর একটি startup company যার মতে এই মাস্ক ৫০ বার পর্যন্ত ব্যবহার করা যাবে।
২। কে সম্প্রতি Marylbone Cricket Club এর president পদে পুনরায় নির্বাচিত হলেন?
উত্তর- Kumar Sangakara
* Sangakara, Marylbone Cricket Club এর প্রথম non-British president.
৩। ভারতের কোথায় প্রথম African Swine Flu এর রিপোর্ট পাওয়া গেলো?
উত্তর- অসম
* The Hindu এর রিপোর্ট অনুযায়ী গত ৬ মাসে আসামের বিভিন্ন জায়গায় প্রায় ৩০০০ শুকর এই রোগে মারা গিয়েছে।
৪। Covid-19 operations এর সাহায্যার্থে কোন সংস্থা সম্প্রতি ভারত কে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করল?
উত্তর- AIIB
* AIIB:
Asian Infrastructure Investment Bank
হেডকোয়ার্টার- Beijing,China
President- Jin liquan
10th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download
৫। কোন কোম্পানি সম্প্রতি গ্রাহকদের সুবিদার্থে "Own-Online" প্লাটফর্ম চালু করল?
উত্তর- Mahindra&Mahindra Ltd.
* এর সাহায্যে ঘরে বসেই Mahindra Passenger Car কেনা যাবে।
এটি mahindra গ্রুপ এর একটি অংশ এবং এটি একটি multinational car manufacturing corporation
এটি ভারতের একটি বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক এবং বিশ্বে সবচেয়ে বেশি ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা।
৬। Pakisthan Air Force এ নিযুক্ত প্রথম Hindu Pilot কে হলেন?
উত্স- Rahul Dev
* সিন্ধ প্রদেশের বাসিন্দা রাহুল দেব, Pakisthan Air Force এ একজন General Duty Pilot Officer পদে নিযুক্ত হয়েছেন।
৭। কোন রাজ্য সম্প্রতি পানমাসলা কে ১ বছরের জন্য বন্ধ করে দিলো?
উত্তর- ঝাড়খন্ড
* রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪১ টি স্যাম্পল collect করা হয়. সবকটিতেই Magnesium Carbonate এর উপস্থিতি লক্ষ্য করা যায়, যার ব্যবহার Food Safety and Standards Acts এর বিরুদ্ধে। তাই জনসাধারণের স্বাস্থ্য চিন্তা করে ঝাড়খণ্ড রাজ্য সরকার পানমাসলার ব্যবহার ১ বছরের জন্য ব্যান করে দিলো।
ঝাড়খন্ড:
মুখ্যমন্ত্রী-Hemant Soren
রাজ্যপাল- Drupadi Murmu
রাজধানী- রাঁচি
Daily Current Affairs in Bengali PDF Download
৮। ২০২০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্মবার্ষিকী পালন করা হল?
উত্তর- ১৫৯ তম
* রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়ান যিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার দ্বারা সম্মানিত হন।
রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় স্তোত্রের রচয়িতা। এই গানটি ১৯১২ সালে তত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং ১৯১১ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশে প্রথম গাওয়া হয়েছিল।
৯। `কোন রাজ্য সরকার সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য Pravasi Rahat Mitra app লঞ্চ করল?
উত্তর- উত্তর প্রদেশ
*উত্তর প্রদেশ রাজ্য সরকার সম্প্রতি AYUSH KAVACH app লঞ্চ করল।
১০। কোন তারিখে World Migratory Bird Day কোন তারিখে পালন করা হয়?
উত্তর- ৯ ই মে
Published By: https://gkthought.blogspot.com/
Thank You.......
0 Comments