Dailiy Current Affairs: চাকরি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ স্থান থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর। Current Affairs খুব সামান্য থাকলেও একে অবহেলা করা একেবারে উচিত নয়। কারণ আমরা সকলেই জানি চাকরির পরীক্ষায় এক একটি নম্বরের কত দাম। তাই আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি Daily Current Affairs, বাংলা ভাষাতে।
৫। এবার ভারত সম্পূর্ণরূয়পে দেশীয় Covid-19 vaccine তৈরী করতে চলেছে। এর জন্য কারা একসাথে কাজ করবে?
উত্তর- ICMR এবং Bharat Biotech
Note:
ICMR;
,সম্পূর্ণ details এ প্রতিটি ক্লাস আলোচিত হয়। তাই আশা করি আমাদের এই ক্লাস গুলি আপনাদের উপকারে লাগবে।
চলুন দেখে নিয়ে আজকের ক্লাস : 13th May 2020 Daily Current Affairs in Bengali PDF Download
13th May 2020 Daily Current Affairs in Bengali
১। রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিনে কোন দেশ তাদের রাস্তার নাম পরিবর্তন করে "Tagore Street" রাখল?
উত্তর- ইজরায়েল
![]() |
Image Source-Google | currentaffairs.adda247.com |
Note: ৭ ই মে তারিখে ভারতে ইজরায়েলি দূতাবাস একটি ফটো tweet করেন। সেখানে একটি সিগনবোর্ডে একটি রাস্তার নাম লেখা আছে "Rehov Tagore" .
Rehov মানে রাস্তা।
ইজরায়েল:
রাজধানী- জেরুজালেম
প্রধান মন্ত্রী- বেঞ্জামিন নিতানিয়াহু
ভাষা- হিব্রু
মুদ্রা- শেকেল
২। কোন শহরে সম্প্রতি শাসকষ্টের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরী করতে Pranavayu programme শুরু হল?
উত্তর- ব্যাঙ্গালুরু
Note:
ব্যাঙ্গালুরু, Electronic City of India, Silicon Valley of India, Space City, IT Capital of India ইত্যাদি সকল নামে পরিচিত।
কর্ণাটক:
রাজধানী- ব্যাঙ্গালুরু
মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa
রাজ্যপাল- Vajubhai Bala
৩। টোডা উপজাতির লোকেরা সম্প্রতি ঐতিহ্যগত পদ্ধতিতে মাস্ক বানিয়ে খবরে উঠে এসেছে। তারা কোথায় বসবাস করে?
উত্তর- নীলগিরি পার্বত্য অঞ্চলে
৪। "Finding Freedom: Harry and Meghan and the making of A modern Royal Family" বইটির লেখক কে?
উত্তর- Omid Scobie এবং Carolyn Durand
Note: বইটি Britain এর prince Harry এবং তার স্ত্রী Meghan Markle এর জীবনী নিয়ে লেখা।
13th May 2020 Daily Current Affairs in Bengali
৫। এবার ভারত সম্পূর্ণরূয়পে দেশীয় Covid-19 vaccine তৈরী করতে চলেছে। এর জন্য কারা একসাথে কাজ করবে?
উত্তর- ICMR এবং Bharat Biotech
Note:
ICMR;
Indian Council of Medical Research
প্রতিষ্ঠা-১৯১১
হেডকোয়ার্টার- নিউ দিল্লি
ডিরেক্টর জেনারেল-Dr. Balaram Bhargava
৬। সম্প্রতি কোন ভারতীয় প্যারা athlete অবসর নিলেন?
উত্তর- দীপা মালিক
Note: তিনি সম্প্রতি The paralympic Committee of India এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
* ইনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে paralympics এ পদক জিতেছেন।
*দীপা মালিক অর্জুন পুরস্কার পান ২০১২ সালে এবং পদ্মশ্রী সম্মান পান ২০১৭ সালে।
৭। সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে Fed Cup Heart Award পুরস্কার পেলেন?
উত্তর- Sania Mirza
৮। সম্প্রতি কে ওডিশা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের হেল্পলাইন নম্বর "Bharosa" চালু করলেন?
উত্তর-Ramesh Pokhriyal Nishank
Note: ইনি বর্তমানে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী
৯। কোন বিমানবন্দর টি ভারত ও মধ্য এশিয়ার সর্বশ্রেষ্ঠ বিমানবন্দর হিসেবে SKYTRAX পুরস্কার পেল?
উত্তর-Kampegowda International Airport, Bengaluru
১০। কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি Edtech company এর ELSA corp এর brand ambassador নিযুক্ত হলেন?
উত্তর- Ajinkya Rahane
১১। সম্প্রতি কোন মন্ত্রক "CHAMPIONS" পোর্টাল লঞ্চ করল?
উত্তর- MSME
MSME : Ministry of Micro, Small and Medium Enterprises
MSME minister of India: Nitin Gadkari
Published By: https://gkthought.blogspot.com/
প্রতিষ্ঠা-১৯১১
হেডকোয়ার্টার- নিউ দিল্লি
ডিরেক্টর জেনারেল-Dr. Balaram Bhargava
৬। সম্প্রতি কোন ভারতীয় প্যারা athlete অবসর নিলেন?
উত্তর- দীপা মালিক
Note: তিনি সম্প্রতি The paralympic Committee of India এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
* ইনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে paralympics এ পদক জিতেছেন।
*দীপা মালিক অর্জুন পুরস্কার পান ২০১২ সালে এবং পদ্মশ্রী সম্মান পান ২০১৭ সালে।
৭। সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে Fed Cup Heart Award পুরস্কার পেলেন?
উত্তর- Sania Mirza
৮। সম্প্রতি কে ওডিশা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের হেল্পলাইন নম্বর "Bharosa" চালু করলেন?
উত্তর-Ramesh Pokhriyal Nishank
Note: ইনি বর্তমানে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী
Daily Current Affairs in Bengali PDF
৯। কোন বিমানবন্দর টি ভারত ও মধ্য এশিয়ার সর্বশ্রেষ্ঠ বিমানবন্দর হিসেবে SKYTRAX পুরস্কার পেল?
উত্তর-Kampegowda International Airport, Bengaluru
১০। কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি Edtech company এর ELSA corp এর brand ambassador নিযুক্ত হলেন?
উত্তর- Ajinkya Rahane
১১। সম্প্রতি কোন মন্ত্রক "CHAMPIONS" পোর্টাল লঞ্চ করল?
উত্তর- MSME
MSME : Ministry of Micro, Small and Medium Enterprises
MSME minister of India: Nitin Gadkari
Published By: https://gkthought.blogspot.com/
0 Comments