-->

5th May 2020 Daily Current Affairs in Bengali PDF

Daily Current Affairs in Bengali: আমরা দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ "Current Affairs" যেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে অবগত করবো আমরা। আগামী সমস্ত চাকরির পরীক্ষায় এই আমাদের এই ক্লাসগুলি আপনাদের সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।

আপনারা জনের রোজ সকালে আমরা "Current Affairs in Bengali" এর ক্লাস আয়োজন করি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি পেতে follow করুন আমাদের ওয়েবসাইট :


5th May 2020 Daily Current Affairs in Bengali PDF



5th May 2020 Daily Current Affairs in Bengali PDF



১। সম্প্রতি CIAT একটি জাতীয়e-Commerce  marketplace লঞ্চ করবে ঘোষণা করল।  এর নাম কি?


উত্তর- Bharat Market


*CIAT- Confederation of All India Traders 


২। সম্প্রতি কোথায় প্রথম মোবাইল করোনা ভাইরাস টেস্টিং বাস চালু হল?


উত্তর- মুম্বাই 


Note: বাসটি পূর্ণাঙ্গরূপে করোনা ভাইরাস টেস্টিং ল্যাব দিয়ে সজ্জিত এবং এখানে X-ray পরীক্ষার সুবিধাও আছে।


বাসটি তৈরী করা হয়েছে Krsnaa diagnostic এবং IIT Alumni council এর সহায়তায়। শুক্রবার এটি লঞ্চ করলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে


৩। সম্প্রতি কবে World Tuna Day পালন করা হল?


উত্তর- ২ রা মে 


৪। সম্প্রতি কোন রাজ্য সরকার করোনা যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার জীবন বীমা ঘোষণা করল?


উত্তর- পশ্চিমবঙ্গ 


Daily Current Affairs in Bengali PDF




৫। সম্প্রতি কোন দেশ ৪ থা মে তারিখ টিকে জাতীয় পক্ষী দিবস হিসেবে পালন করল?


উত্তর- আমেরিকা 


Note: পাখি, পরিবেশে কতটা গুরুত্ব স্থানের অধিকারী এবং পরিবেশে তাদের অবদান মনে করানোর জন্য এই দিনটিকে প্রতিবছর আমেরিকা যুক্তরাষ্ট্রে পালন করা হয়। এবং এটি একটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে ১৯ এর শতাব্দী থেকে।


৬। সম্প্রতি কোন ভারতীয় মহিলা NASA এর প্রথম Mars Helicopter এর নামকরণের সুযোগ পেল?


উত্তর-Venneza Rupani 


Note: তার দেওয়া নামানুসারে এই helicopter টির নাম দেওয়া হয় "Ingenuity"

NASA:

National Aeronautics and Space Administration 

প্রতিষ্ঠা- ১৯৫৮

হেডকোয়ার্টার-Washington D.C. US 


Mars:

এটি হল সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সৌরজগতের চতুর্থ গ্রহ এবং আকারে দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ 

এটি লাল গ্রহ  নামেও পরিচিত

এর দুটি উপগ্রহ- Phobos এবং Deimos 


৭। সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রামীণ এলাকার শ্রমিকদের রোজগার প্রদান করার জন্য "Mukhya Mantri Shahari Rojgar Guarantee" scheme লঞ্চ করল?


উত্তর- হিমাচল প্রদেশ 



Note:এই যোজনার ফলে প্রত্যেক গ্রাম্য শ্রমিকদের ১২০ দিনে কাজ প্রদান করা হবে।

কিছুদিন আগে হিমাচল প্রদেশ সরকার, lockdown এর ফলে কাজ হারানো construction worker দের ২০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে।


হিমাচলপ্রদেশ:
রাজধানী- সিমলা 
মুখ্যমন্ত্রী- জয় রাম ঠাকুর 
রাজ্যপাল- বন্দারু দত্তাত্রেয় 


5th May 2020 Daily Current Affairs in Bengali


৮। সম্প্রতি প্রকাশিত বই "Shivaji in South Block: The Unwritten history of proud people" এর লেখক কে?


উত্তর-Girish Kuber 


Note: 

"Prof.B.B.Lal- India Rediscovered " বইটি প্রকাশ করলেন Union Cultural Minister of India, Shri Prahlad Singh Patel 



"Shutting to the Top: The Story of P.V. Sindhu" বইটি লিখেছেন - V. Krishnaswamy 



৯। ভুল তথ্য এবং সামাজিক উত্তেজনাকারী ভিডিও প্রচার বন্ধ  করতে কে সম্প্রতি "MatKaroForward" নামক একটি অভিযান শুরু করল?


উত্তর- TikTok 


Note: Anurag Basu দ্বারা পরিচালিত এই অভিযানে থাকছেন Virat Kohli, Kriti Sanon, Ayushman Khurana এবং Sara Ali Khan 



১০। সম্প্রতি প্রথম কোন ভারতীয় টেনিস তারকা এশিয়া মহাদেশ থেকে the Fed Cup Heart Award এর জন্য মনোনীত হলেন?


উত্তর- Sania Mirza 


Note: তার সাথে মনোনীত হয়েছেন Indonesia র Priska Medelyn Nugruho 



বন্ধুরা আমাদের আজকের ক্লাসে আমরা দেখেনিলাম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি "5th May 2020 Daily Current Affairs in Bengali PDF" . ক্লাসটি আপনাদের পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না. আর  এই রকম ক্লাস পেতে সঙ্গে থাকুন আমাদের।

Thank You.


Published Byhttps://gkthought.blogspot.com/


Post a Comment

0 Comments